মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের পরীক্ষা আগামী ১২ই মে বিকাল ৩ টা থেকে ৪ টা পর্যন্ত ঢাকা শহরে অনুষ্ঠিত হবে। কিন্তু অনেকেই এই পরীক্ষার ইউজার আইডি পাসওয়ার্ড বা আবেদন কপি পাচ্ছেন না। তারা নিচের পদ্ধতি অনুসরণ করে ইউজার আইডি ও পাসওয়ার্ড রিকভার করে এডমিট কার্ড ডাউনলোড করতে পারেন।
ইউজার আইডি এবং পাসওয়ার্ড রিকভারঃ
- ইউজার আইডি রিকোভার: http://dshe.teletalk.com.bd/options/invoice.php
- পাসওয়ার্ড রিকোভার: http://dshe.teletalk.com.bd/options/pass.php
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের ইউজার আইডি রিকভার করার জন্য, আপনাকে উপরের লিংকে ক্লিক করতে হবে। এরপর পোস্ট নেম এর জায়গায় আপনাকে অফিস এসিস্ট্যান্ট কাম কম্পিউটার টাইপিস্ট সিলেক্ট করতে হবে। এরপর আপনার নাম অর্থাৎ আপনি আপনার আবেদন কপিতে যেভাবে আপনার নাম দেন সেভাবে দিতে হবে। এরপর আপনার পিতার নাম পিতার নাম যেভাবে আছে সেভাবেই দিতে হবে। এরপর আপনার ফোন নাম্বার দিতে হবে। ফোন নাম্বার দিয়ে আপনি সাবমিট করলে আপনার ইউজার আইডি পেয়ে যাবেন।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের রিকভার দেখালাম। কিভাবে আপনি ইউজার আইডি উদ্ধার করবেন। ইউজার আইডি উদ্ধার হয়ে গেলে, আপনি উদ্ধারকৃত ইউজার আইডিটি উপরে যে মার্কিং করা সেখানে বসাবেন। এরপর আপনার ফোন নাম্বার বসাবেন অর্থাৎ সেই ফোন নাম্বার যে ফোন নাম্বার দিয়ে আপনি আবেদন করেছিলেন।