সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর)- এর সাইন্টিফিক অফিসারের স্থায়ী ও অস্থায়ী পদের বিভিন্ন বিষয়ের এবং রিসার্চ কেমিস্ট পদের কেমিস্ট্রি বিষয়ের লিখিত পরীক্ষা নিম্নলিখিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। এ লক্ষ্যে প্রার্থীদের অনুকূলে পরীক্ষার প্রবেশপত্র জারি করা হয়েছে। http://besir16.teletalk.com.bd ওয়েব লিংক হতে User ID এবং Password ব্যবহার করে পরীক্ষার প্রবেশপত্র Download করা যাবে।
প্রবেশপত্র ডাউনলোড লিংকঃ http://besir16.teletalk.com.bd
বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ নিয়োগ পরীক্ষার সময়সূচি ২০২৩

লিখিত পরীক্ষার ফলাফল কখন প্রকাশ করা হবে তা পরীক্ষা চলাকালীন পরীক্ষার হলে প্রার্থীদেরকে নোটিশ আকারে জানিয়ে দেয়া হবে। লিখিত পরীক্ষার সময় প্রার্থীগণকে প্রবেশপত্রের মূল কপি (রঙিন) সংগে রাখার অনুরোধ করা হলো। পরীক্ষার ফলাফলের নোটিশে মৌখিক পরীক্ষার তারিখ ও স্থান মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থীদের জানিয়ে দেয়া হবে।
মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সময় প্রার্থীগণকে মূল প্রবেশ পত্র (রঙিন), চাকরির আবেদনের কপি (রঙিন), জাতীয় পরিচয়পত্রের মূলকপি, অভিজ্ঞতার সনদ (প্রযোজ্য ক্ষেত্রে), সকল শিক্ষাগত যোগ্যতার সনদের মূল কপি, থিসিস পেপার (প্রযোজ্য ক্ষেত্রে) এবং মূল নম্বরপত্রসহ প্রত্যেকটির এক সেট করে ফটোকপি সঙ্গে নিয়ে আসার জন্য অনুরোধ করা হলো। থিসিস পেপারের ফটোকপি আনার প্রয়োজন নেই। স্বাস্থ্য বিধি অনুসরণ করে লিখিত ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য পরীক্ষার্থীদেরকে কোন টিএ/ডিএ প্রদান করা হবে না।
খুব সহজে নিজ শহরে চাকরি খুঁজতে সম্ভব এপস ডাউনলোড করুন!