বিসিএসআইআর রিসার্চ ফেলো নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪

বিসিএসআইআর রিসার্চ ফেলো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ। বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের নিম্নবর্ণিত ফেলোশিপের জন্য বাংলাদেশী নাগরিকদের নিকট থেকে অনলাইনে (https://grant.most.gov.bd/en/services/bcsir/research-fellowship) আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। প্রাথমিকভাবে এক বৎসরের জন্য সকল ফেলোশিপ প্রদান করা হবে। গবেষণার সন্তোষজনক অগ্রগতি সম্পর্কে পরিষদ কর্তৃক গঠিত এতদসংক্রান্ত মূল্যায়ন কমিটির সুপারিশ এবং বোর্ড অনুমোদনের শর্তে বৎসর ভিত্তিক নবায়নের মাধ্যমে ফেলোশিপের মেয়াদ বর্ধিত হতে পারে। সাধারণভাবে ফেলোশিপের মোট মেয়াদ কখনও ৪ বৎসরের অধিক হবে না। ফেলোদের নির্ধারিত হারে ভাতা/আনুতোষিক প্রদান করা হবে। বিসিএসআইআর পোস্ট ডক্টরাল ফেলোশিপে বিদেশী প্রার্থীরাও আবেদন করতে পারবেন। তবে সেক্ষেত্রে প্রার্থীকে বিসিএসআইআর-এর একজন গবেষণা তত্ত্বাবধায়কের মাধ্যমে আবেদন করতে হবে।

আবেদন লিংকঃ https://grant.most.gov.bd/en/services/bcsir/research-fellowship

বিসিএসআইআর রিসার্চ ফেলো নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪

আবেদনকারী প্রার্থীকে অনলাইনে (https://grant.most.gov.bd/en/services/bcsir/ research fellowship) আবেদন করতে হবে। ফেলোদের গবেষণাকর্ম বিসিএসআইআর-এর বিভিন্ন গবেষণাগারে সম্পাদন করতে হবে এবং গবেষণা প্রস্তাব বিসিএসআইআর-এর লক্ষ্য ও উদ্দেশ্যের সাথে সংগতিপূর্ণ ও বিসিএসআইআর-এর নির্ধারিত ছকে গবেষণা প্রস্তাব, গবেষণা তত্ত্বাবধায়কের স্বাক্ষর (প্রযোজ্য ক্ষেত্রে) সহ অনলাইনে জমা দিতে হবে। অনলাইন আবেদনপত্রের সাথে সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের কপি ও বিভিন্ন পরীক্ষার নম্বরপত্রের অনুলিপি, জাতীয় পরিচয়পত্রের অথবা জন্ম নিবন্ধন কার্ডের অনুলিপি নির্দেশিত ফরমেটে স্ক্যান করে আপলোড করতে হবে।

আবেদনকারী কোন প্রতিষ্ঠানে কর্মরত থাকলে তাকে যথাযথ কর্তৃপক্ষের অনুমতি গ্রহণপূর্বক অনুমতি পত্রের কপি এবং ফেলো নির্বাচিত হলে “বিসিএসআইআর-এর গবেষণা প্রতিষ্ঠানে সার্বক্ষণিক ও পূর্ণ মেয়াদে কাজের জন্য কর্মস্থল থেকে অবমুক্ত করতে আপত্তি নেই” এই মর্মে প্রতিষ্ঠান প্রধানের প্রত্যয়নপত্র স্ক্যান করে আবেদনের সাথে আপলোড করতে হবে। অনলাইনে Mobile Financial Services (বিকাশ/ নগদ /রকেট/ট্যাপ ইত্যাদি) এর মাধ্যমে আবেদন ফি ৩০০/- (তিনশত) টাকা জমা প্রদান করতে হবে। এ বিজ্ঞাপন প্রকাশের দিন থেকে ৩০ জুলাই ২০২৪ তারিখ রাত ১২.০০ টা পর্যন্ত আবেদন সাবমিটের জন্য লিংক একটিভ থাকবে। বিসিএসআইআর-এর কোন ফেলোশিপ চাকরি হিসেবে গণ্য হবে না এবং ফেলোশিপের অধীনে কর্মরত থাকলে কোন ফেলোকে কোন প্রকার ছুটি প্রদান করা যাবে না। একই গবেষণা কাজের জন্য অন্য কোন ফেলোশিপ গ্রহণকারীদের আবেদন করার প্রয়োজন নেই। প্রয়োজনীয় তথ্যের জন্য নিম্নস্বাক্ষরকারীর দপ্তরে যোগাযোগ করা যাবে।

About Nazmul Hasan

Hi! I'm Nazmul Hasan. From Koyra, Khulna. I'm Student of Under National University of Govt. B. L. College, Khulna, Department of Political Science....

Check Also

DC Office Job Circular ডিসি অফিস

গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ ফলাফল ২০২৪

গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ ফলাফল কিভাবে জানবেন? আপনি গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগের ফলাফল …