বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) এর নিয়োগ ও কল্যাণ বিভাগের ২৮ ডিসেম্বর ২০২০ তারিখের পুনর্নিয়োগ বিজ্ঞপ্তি মোতাবেক জারীকৃত বিজ্ঞপ্তির ভিত্তিতে ৬ মে ২০২৩ তারিখে অনুষ্ঠিত MCQ ও বর্ণনামূলক লিখিত পরীক্ষার ফলাফলের ভিত্তিতে ড্রাইভার পদে অদ্য ৮ মে ২০২৩ তারিখে ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদের মধ্যে নিম্নবর্ণিত রোল নম্বরধারী প্রার্থীগণ উত্তীর্ণ হওয়ায় তাদের মৌখিক পরীক্ষার জন্য আদিষ্ট হয়ে নির্বাচিত করা।
বাংলাদেশ কৃষি উন্নয়ন করর্পোরেশন নিয়োগ পরীক্ষার ফলাফল ২০২৩
নির্বাচিত প্রার্থীদের মৌখিক পরীক্ষা আগামী ১৩ মে ২০২৩ তারিখ শনিবার হতে বিএডিসি, কৃষি ভবন, ৪৯-৫১, দিলকুশা বাণিজ্যিক এলাকা, ঢাকায় অনুষ্ঠিত হবে। মৌখিক পরীক্ষার রোলওয়ারী বিস্তারিত সময়সূচি এবং নির্দেশনা ১১ মে ২০২৩ তারিখ
বৃহস্পতিবার, সন্ধ্যায় বিএডিসি’র ওয়েবসাইটে পাওয়া যাবে। বিএডিসি’র ওয়েবসাইটে (www.badc.gov.bd) এ বিজ্ঞপ্তি দেখা যাবে।
বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) এর নিয়োগ ও কল্যাণ বিভাগের ২৮ ডিসেম্বর ২০২০ তারিখের এবং ০১ নভেম্বর 2022 তারিখের পুনর্নিয়োগ বিজ্ঞপ্তি মোতাবেক জারীকৃত নিয়োগ বিজ্ঞপ্তির ভিত্তিতে ৬ মে ২০২৩ তারিখে অনুষ্ঠিত MCQ ও বর্ণনামূলক লিখিত পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদের মধ্যে ড্রাইভার ও ট্রাক ড্রাইভার পদে নিম্নলিখিত রোল নম্বরধারী প্রার্থীদেরকে ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য আদিষ্ট হয়ে নির্বাচিত করা হলো।
ড্রাইভার ও ট্রাক ড্রাইভার পদে ব্যবহারিক পরীক্ষা আগামী ৮-১১ মে ২০২৩ তারিখ সকাল ৯:০০টা হতে আঞ্চলিক বীজ পরীক্ষাগার, গাবতলী, মিরপুর, ঢাকায় অনুষ্ঠিত হবে। নির্বাচিত প্রার্থীগণকে পরীক্ষা শুরুর ৩০ মিনিট পূর্বে বর্ণিত ঠিকানায় উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হলো। ব্যবহারিক পরীক্ষা নিম্নোক্ত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।নির্বাচিত প্রার্থীদেরকে ব্যবহারিক পরীক্ষার সময় প্রবেশপত্র এবং বিআরটিএ প্রদত্ত গাড়ি চালনার ড্রাইভিং লাইসেন্সের মূলকপি সঙ্গে
আনতে হবে। বিএডিসি’র ওয়েবসাইটে (www.badc.gov.bd) এ বিজ্ঞপ্তি দেখা যাবে।
বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন নিয়োগ পরীক্ষার ফলাফল ২০২৩