নোয়াখালী আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এর স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যান বিভাগ প্রাপ্ত ছাড়পত্রের পরিপ্রেক্ষিতে স্বাস্থ্য বিভাগীয় নন-মেডিকেল কর্মচারী নিয়োগ বিধিমালা-২০১৮ মোতাবেক আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজ, নোয়াখালীতে নিমোক্ত শূন্যপদে সরাসরি নিয়োগের মাধ্যমে পূরণের লক্ষ্যে অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের নিন্মোক্ত শর্তসাপেক্ষে http://amumc.teletalk.com.bd/home.php ওয়েবসাইটে Online-এ দরখাস্ত আহবান করা যাচ্ছে।
পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তি http://amumc.teletalk.com.bdও এই ওয়েবসাইট ঠিকানার পেজে প্রদত্ত লিংকে প্রবেশ করে আবেদনপত্র পূরণ করতে পারবেন। Online ফরম এর সকল অংশ (ছবি এবং স্বাক্ষরসহ) যথাযথভাবে পূরণ করে দিতে হবে। অসম্পূর্ণ আবদেনপত্র সরাসরি বাতিল করা হবে। আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময়ঃ 03/05/2023 খ্রি., সকাল ১০.০০ টা। Online-এ আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়: 23/05/2023খ্রি., বিকেল ৫.০০ টা। উক্ত সময়সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ Online-এ আবেদনপত্র Submit-এর সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে এসএমএস এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। ৭২ ঘন্টার মধ্যে ফি জমা দিতে ব্যর্থ হলে আবেদনপত্র গৃহীত হবে না।
আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩
Online আবেদনপত্রে প্রার্থী তাঁর স্ক্যানকৃত স্বাক্ষর (দৈর্ঘ্য ৮০ pixel ×প্রস্থ 300pixel) ও রঙ্গিন ছবি (দৈর্ঘ্য 300 pixelx প্রস্থ 300 pixel) নির্ধারিত স্থানে Upload করবেন। স্বাক্ষর এবং ছবি নির্ধারিত মাপে আছে কিনা তা আপলোডের পূর্বে পরীক্ষা করে
নিতে হবে। প্রয়োজনে ‘Photo/Signature Validator’ লিংকে প্রদত্ত টুলের সহায়তা নিতে পারবেন। Online আবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু Online-এ আবেদনপত্র Submit করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন।
প্রার্থী Online-এ পূরণকৃত আবেদনপত্রের একটি রঙ্গিন প্রিন্টকপি পরীক্ষা সংক্রান্ত যে কোন প্রয়োজনের সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন। SMS প্রেরণের নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রদান :Online-এ আবেদনপত্র (Application Form) যথাযথভাবে পূরণ করে নির্দেশনা মোতাবেক ছবি এবং স্বাক্ষর করে আবেদনপত্র UploadSubmit সম্পন্ন হলে কম্পিউটারে ছবিসহ Application Preview দেখা যাবে। যদি Applicant’s copy তে কোনো তথ্য ভুল থাকে বা অস্পষ্ট ছবি (সম্পূর্ণ কালো/সম্পূর্ণ সাদা/ঘোলা) বা ছবি/স্বাক্ষর সঠিক না থাকে তাহলে পুনরায় আবেদন করতে পারবেন। তবে আবেদন ফি জমাদানের পরে আর কোনো পরিবর্তন/পরিমার্জন/পরিবর্ধন গ্রহণযোগ্য নয় বিধায় আবেদন ফি জমাদানের পূর্বে প্রার্থী অবশ্যই উক্ত Applicant’s copy তে তার সাম্প্রতিক তোলা রঙিন ছবি, নির্ভুল তথ্য ও স্বাক্ষর সংযুক্ত থাকা এবং এর সঠিকতার বিষয়টি PDF copy ডাউনলোডপূর্বক নিশ্চিত হয়ে রঙিন প্রিন্ট করে সংরক্ষণ করবেন।
উক্ত Applicant’s copy প্রার্থী প্রিন্ট অথবা Download করে সংরক্ষণ করবেন। Applicant’s copy তে একটি-User ID নম্বর দেয়া থাকবে এবং User ID নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যেকোনো Teletalk Pre-paid Mobileনম্বরের মাধ্যমে 02 (দুইটি) SMS করে আবেদন ফি ১০০/- (একশত) টাকাও Teletalk এরসার্ভিসচার্জবাবদ ১২/-(বারো) টাকাসহ অফেরতযোগ্য মোট ১১২ ) -/একশত বারো ৭২ টাকা অনধিক ( (বাহাত্তর) ঘন্টার মধ্যে জমা দেবেন। এখানে বিশেষ ভাবে উল্লেখ্য যে,“Online-এ আবেদনপত্রেরসকলঅংশপূরণকরে Submit করাহলেও পরীক্ষার ফি জমা না দেয়া পর্যন্ত Online আবেদন পত্র কোন অবস্থাতেই গৃহীত হবে না।
অনলাইনে আবেদনপত্র দাখিলের সময় প্রার্থীকে সকল তথ্য নির্ভুল ও সততার সাথে পূরণ করতে হবে। দাখিলকৃত সকল তথ্য সঠিক ও সত্য হিসেবে বিবেচিত হবে। পরবর্তীতে কোন তথ্য সংশোধন বা পরিবর্তন করা যাবে না। প্রদত্ত তথ্য বা অংশবিশেষ অসত্য বা মিথ্যা প্রমাণিত হলে অথবা কোন অযোগ্যতা চিহ্নিত হলে বা কোন দুর্নীতির আশ্রয় গ্রহণ করলে পরীক্ষার পূর্বে বা পরে যে কোন পর্যায়ে প্রার্থিতা বাতিল হবে এবং ভবিষ্যতে আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজ, নোয়াখালীর এর কোন নিয়োগ পরীক্ষায় আবেদন করার অযোগ্য ঘোষণাসহ তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
অনলাইনে আবেদন এবং টাকা জমার কাজ টি প্রার্থী নিজে করবেন।এক্ষেত্রে অন্য কোন মাধ্যম থেকে উক্ত কাজটি সম্পন্ন করে প্রার্থী প্রতারিত হলে কর্তৃপক্ষ দায়ী থাকবে না। শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে হাতে সময় নিয়ে এ আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদান করতে পরামর্শ দেয়া হচ্ছে।