যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের চাকরির পরীক্ষার ফলাফল ও ব্যবহারিক পরীক্ষার সময়সূচি প্রকাশ। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের নন-গেজেটেড ০৩ (তিন) ক্যাটাগরির কম্পিউটার অপারেটর, অফিস সহকারী কাম- কম্পিউটার মুদ্রাক্ষরিক, অফিস সহায়ক (রাজস্ব স্থায়ী) এবং অফিস সহায়ক (রাজস্ব অস্থায়ী) পদে নিয়োগের লক্ষ্যে ২৮/০৪/২০২৩ খ্রি. তারিখে অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদের মধ্যে নিম্নলিখিত রোল নম্বরধারী প্রার্থীগণ উত্তীর্ণ হয়েছেন।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের নিয়োগ পরীক্ষার ফলাফল ২০২৩
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের নিয়োগ ব্যবহারিক পরীক্ষার নির্দেশনা :
- মৌখিক পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীগণকে নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লিখিত সকল কাগজপত্রের মূলকপি, এক সেট সত্যায়িত অনুলিপি এবং সদ্য তোলা ০২ (দুই) কপি পাসপোর্ট সাইজের রঙিন সত্যায়িত ছবি এবং আবেদনপত্র ও প্রবেশ পত্রের কপি সঙ্গে আনতে হবে;
- অফিস সহকারী কাম কম্পিউটার মূদ্রাক্ষরিক ও কম্পিউটার অপারেটর পদের ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের তালিকা 02/05/2023 খ্রি. তারিখ (মঙ্গলবার) যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ওয়েবসাইট (www.moys.gov.bd)-এ প্রকাশ করা হবে;
- মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য পৃথক কোন প্রবেশ পত্র ইস্যু করা হবে না। উল্লেখ্য, মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন টি.এ/ডিএ প্রদান করা হবে না।