ভূমি মন্ত্রণালয় এর অধীনে ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পে নিয়োগ বিজ্ঞপ্তি। ভূমি মন্ত্রণালয়াধীন ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের আওতায় ঢাকাস্থ প্রধান কার্যালয় ও উপজেলা/সার্কেল/মেট্রো ভূমি অফিসসমূহে পদায়নের লক্ষ্যে সাকুল্য বেতনে পদের সাথে উল্লিখিত মেয়াদকালের জন্য সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে সরাসরি জনবল নিয়োগের পার্শ্বে বর্ণিত শর্তে প্ৰকৃত বাংলাদেশী হতে অনলাইনে http://lmap.teletalk.com.bd ওয়েবসাইটে আবেদনপত্র আহবান লক্ষ্যে পদের করা যাচ্ছে। অনলাইন (online) ব্যতিত কোন আবেদন গ্রহণ করা হবে না।
পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তি http://lmap.teletalk.com.bd এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন। আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদান শুরুর তারিখ ও সময় ৩০ এপ্রিল ২০২৩ সকাল ১০.০০ ঘটিকা। Online-এ আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় ৩০ মে 2023 বিকাল ৫.০০ ঘটিকা। উক্ত সময়সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ Online-এ আবেদনপত্র Submit এর সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘণ্টার মধ্যে এসএমএস এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন।
ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্প নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩
নিয়োগকৃত প্রার্থীগণ সংশ্লিষ্ট পদের/গ্রেডের সাকুল্য বেতন প্রাপ্য হবেন এবং সাকুল্য বেতন নির্ধারণ সংক্রান্ত সময়ে সময়ে
সরকার কর্তৃক জারীকৃত আদেশ/নির্দেশনা প্রযোজ্য হবে। লিখিত ও ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরাই কেবল মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের যোগ্য বিবেচিত হবেন। আবেদনের শর্ত ও টেলিটক কর্তৃক অনলাইনে আবেদন ফরম পূরণের নিয়মাবলি ও করণীয় প্রকল্পের ওয়েবসাইট www.lmap.minland.gov.bd ও ভূমি মন্ত্রণালয়ের ওয়েবসাইট www.minland.gov.bd এ ১৮ এপ্রিল ২০২৩ তারিখ হতে পাওয়া যাবে এবং ৩০ এপ্রিল ২০২৩ তারিখ সকাল ১০.০০ টা হতে ৩০ মে ২০২৩ তারিখ বিকাল ৫.০০ টা পর্যন্ত অনলাইনে http://lmap.teletalk.com.bd এই লিংক এ আবেদন দাখিল করা যাবে।
নির্ধারিত তারিখের পরে কোন আবেদন গ্রহণ করা হবে না। অনলাইনে আবেদন ব্যতীত হস্তলিখিত কোন প্রকার আবেদন বা কাগজপত্র ডাকযোগে বা অন্য কোনভাবে প্রেরণ করা হলে তা গ্রহণযোগ্য হবে না। সরাসরি/ ডাকযোগে প্রেরিত সকল আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। এখানে বিশেষভাবে উল্লেখ্য যে “Online-এ আবেদনপত্রের সকল অংশ পূরণ করে Submit করা হলেও পরীক্ষার ফি জমা না দেয়া পর্যন্ত Online আবেদনপত্র কোন অবস্থাতেই গৃহীত হবে না”।
প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি http://lmap.teletalk.com.bd ওয়েবসাইটে এবং প্রার্থীর মোবাইল ফোন এ SMS এর মাধ্যমে (শুধুমাত্র যোগ্য প্রার্থীদেরকে) যথাসময়ে জানানো হবে। Online আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে বিধায় উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা, SMS পড়া এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্ছনীয় ।