২০১৩ সাল থেকে ব্যানবেইসে অনলাইনে সংগৃহীত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের তথ্য। উপর্যুক্ত বিষয় ও সুত্রের আলোকে জানানো যাচ্ছে যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২১ মোতাবেক ২৬ অক্টোবর ২০২২ তারিখে শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির পরিপত্র জারি করা হয়।
ব্যানবেইসে অনলাইনে সংগৃহীত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের তথ্য
উক্ত পরিপত্রের আলোকে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক কর্মচারীর হালনাগাদ তালিকার সাথে ব্যানবেইস এর ২০১৩ সাল হতে অনলাইন জরিপের শিক্ষক কর্মচারীর তথ্য যাচাইয়ের জন্য ব্যানবেইসের Website এ (www.banbeis.gov.bd) তে MPO Teacher Verify নামে। একটি Menu সংযোজন করা হয়েছে। এই Menu থেকে ২০১৩ সাল থেকে ব্যানবেইসের শিক্ষা প্রতিষ্ঠান জরিপের শিক্ষক কর্মচারী সংক্রান্ত তথ্য যাচাই করা যাবে।
২। পরিপত্র অনুসারে এমপিওভুক্তির আবেদন যাচাই বাছাইয়ের সময় ব্যানবেইসের Website-এ নতুন সংযোজিত Menu ব্যবহারের প্রয়োজনীয় নির্দেশনা সংশ্লিষ্ট সকলকে প্রদান করার অনুরোধ জানানো যাচ্ছে।