BEZA এডমিট কার্ড ডাউনলোড ২০২৩ – beza.teletalk.com.bd

বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (BEZA) এর চাকরির পরীক্ষার সময়সূচি প্রকাশ। পদের নামঃ  সহকারী ব্যবস্থাপক। পরীক্ষার তারিখঃ ০৫-০৫-২০২৩। এডমিট কার্ড ডাউনলোড লিংকঃ http://beza.teletalk.com.bd । বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ নিয়োগ পরীক্ষা আগামী ৫ মে ১০টা থেকে ১১ টা ঢাকা শহরে বিভিন্ন কেন্দ্র অনুষ্ঠিত হবে। বাংলাদেশ অর্থনীতি অঞ্চল কর্তৃপক্ষের অধীনে সহকারী ব্যবস্থাপক পদের পরীক্ষা আগামী ৫ মে ২০২৩ তারিখ ১০ টা থেকে ১১ টা পর্যন্ত এক ঘন্টা ব্যাপী পরীক্ষাটি ঢাকা শহরে অনুষ্ঠিত হবে। পরীক্ষাটি mcq আকারে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। সুতরাং আপনারা জব সলিউশন কেন্দ্রে বা বিগত সালের যে প্রশ্ন আছে বেশি করে সলভ করুন।
 

BEZA এডমিট কার্ড ডাউনলোড ২০২৩ – beza.teletalk.com.bd

এডমিট কার্ড ডাউনলোড লিংকঃ http://beza.teletalk.com.bd/admitcard/

BEZA পরীক্ষা সংক্রান্ত সাধারণ নির্দেশনা:

1. প্রার্থীদের অবশ্যই অ্যাডমিট কার্ড আনতে হবে এবং ডিউটিতে থাকা ইনভিজিলেটরকে দেখাতে হবে।
2. মোবাইল ফোন বা ক্যালকুলেটর বা ডিজিটাল ঘড়ি সহ যেকোনো ইলেকট্রনিক ডিভাইস আনা কঠোরভাবে নিষিদ্ধ।
3. প্রার্থীদের শুধুমাত্র কালো বলপয়েন্ট কলম আনতে হবে। পেন্সিল ব্যবহার নিষিদ্ধ।
4. পরীক্ষার্থীদের অবশ্যই পরীক্ষা শুরুর 30 মিনিট আগে পরীক্ষার হলে পৌঁছাতে হবে।
5. এই প্রবেশপত্রে থাকা ফটোগুলি জমা দেওয়া আসল আবেদনপত্রের সাথে যাচাই করা হবে।

 

6. পরীক্ষার হলে অন্যায্য পন্থা অবলম্বন করে বা অসদাচরণ করে এমন কোনো পরীক্ষার্থীর বিরুদ্ধে যে কোনো ধরনের শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সকল অধিকার কর্তৃপক্ষ সংরক্ষণ করে।
7. পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো টিএ/ডিএ গ্রহণযোগ্য হবে না।
8. এই প্রবেশপত্রটি MCQ/লিখিত/Viva-Voce পরীক্ষার জন্য প্রবেশপত্র হিসাবে বিবেচিত হবে (যদি প্রযোজ্য হয়)।
9. লিখিত পরীক্ষা এবং ভাইভা-ভোস সংক্রান্ত তথ্য যোগ্য প্রার্থীদের এসএমএসের মাধ্যমে জানানো হবে। আপনি বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের ওয়েবসাইট (www.beza.gov.bd) থেকেও তথ্য জানতে পারেন।
10. পরীক্ষা কেন্দ্রে থাকার সময় একটি মুখোশ পরতে হবে এবং স্বাস্থ্য সুরক্ষার জন্য সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে।

About Nazmul Hasan

Hi! I'm Nazmul Hasan. From Koyra, Khulna. I'm Student of Under National University of Govt. B. L. College, Khulna, Department of Political Science....

Check Also

জাতীয় আইনগত সহায়তা সংস্থার মৌখিক পরীক্ষার সময়সূচি ২০২২

মৎস্য অধিদপ্তর নিয়োগ পরীক্ষার ফলাফল ২০২৪

মৎস্য অধিদপ্তরের রাজস্বখাতে নক্সাকার, বাবুর্চি, ল্যাবরেটরি অ্যাটেনডেন্ট, সেকেন্ড ড্রাইভার, তথ্য সংগ্রহ সহকারী, কার চালক, পাম্প …