সহকারী পরিচালকের শূন্য পদে জনবল নিয়োগের প্রাথমিক বাছাই পরীক্ষা-২০২৪ (MCQ Type) এর কেন্দ্র ভিত্তিক আসন বিন্যাস, সময়সূচি ও পরীক্ষা পরিচালনার নির্দেশনা পল্লী উন্নয়ন একাডেমী, বগুড়া’র সহকারী পরিচালকের শূন্য পদে জনবল নিয়োগের প্রাথমিক বাছাই পরীক্ষা-২০২৪ (MCQ Type) আগামী ১৭ ফেব্রুয়ারি, ২০২৪ খ্রি. তারিখ শনিবার সকাল ১০:০০-১১:০০ ঘটিকা পর্যন্ত বগুড়া জেলার নিম্নবর্ণিত ০৩টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে। পরীক্ষার কেন্দ্র ভিত্তিক আসন বিন্যাস, করণীয় কার্যক্রম এবং নির্দেশনা নিম্নে উল্লেখ করা হলো। পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করুন http://rda.teletalk.com.bd এই ওয়েবসাইট থেকে।
সহকারী পরিচালকের (শূন্য পদে) নিয়োগের প্রাথমিক বাছাই পরীক্ষা-২০২৪ (MCQ Type) এর OMR উত্তরপত্রের ২টি অংশ থাকবে। প্রথম অংশে রোল নম্বর, সেট নম্বর ও স্বাক্ষরের স্থান থাকবে। দ্বিতীয় অংশে ১০০ (একশত) টি উত্তর প্রদানের জন্য ১-১০০ পর্যন্ত ক্রম অনুযায়ী বৃত্তসমূহ থাকবে। প্রার্থীদের বিশেষভাবে সতর্ক করা হলো যে, উত্তরপত্রের রোল নম্বর সঠিকভাবে না লিখলে এবং সঠিকভাবে বৃত্ত পূরণ না করলে, কোনরুপ কাটাকাটি করলে, উত্তরপত্রে ফ্লুইড লাগালে, কোনরুপ সাংকেতিক চিহ্ন প্রদান করলে প্রার্থীর প্রার্থিতা বাতিল হবে। বিজ্ঞপ্তিটি আরডিএ’র ওয়েবসাইট (www.rda.gov.bd) পাওয়া যাবে।