অনার্স ভর্তিতে কলেজ ও সাবজেক্ট নির্বাচনের জন্য পরামর্শ। এসএসসি ও এইচএসসি মিলে মোট জিপিএ ৯.০০+ যাদের আছে তারাই বিভাগের শতবর্ষী কলেজগুলোতে আবেদন করতে পারেন। বিজ্ঞান বিভাগে ক্ষেত্রে ১০ পেয়েও সাবজেক্ট পাবেন সেটাও নিশ্চিত নয়।
আরও পড়ুনঃ
অনার্স ভর্তিতে কলেজ ও বিষয় নির্বাচনের জন্য পরামর্শ
যাদের মোট জিপিএ ৯ এর নিচে তারা বিভাগীয় শতবর্ষী সরকারি কলেজে আবেদন করবেন না! উপজেলা পর্যায়ে সরকারি কলেজগুলাতে আবেদন করবেন। যাদের পয়েন্ট ৮ এর নিচে তারা উপজেলা পর্যায়ে নতুন সরকারি বা বেসরকারি কলেজে আবেদন করবেন।
বিষয় নির্বাচনের ক্ষেত্রে যে বিষয়ের সিটসংখ্যা বেশি সেই বিষয়গুলো শুরুতে দিয়ে চয়েসলিস্ট সাজাতে পারেন। যে বিষয় নিয়ে অনার্স পড়বেন না,সেই বিষয় চয়েস লিস্টে রাখবেন নাহ। যারা বিভাগ পরিবর্তন করে আবেদন করবেন তাদের জন্য মোট সিটের ৫% সিট বরাদ্দ থাকবে! সুতরাং, সিট সংখ্যা, আপনার জিপিএ মাথায় রেখে কলেজে আবেদন করবেন। বেসরকারি কলেজ চয়েস দেওয়ার আগে খরচ চালাতে সক্ষম কিনা তা ভেবেচিন্তে চয়েস দিবেন। বেসরকারিতে বেতন,একাডেমিক খরচ তুলনামূলক অনেক বেশি।