প্রধান প্রশাসনিক কর্মকর্তার কার্যালয় এর সহকারী পরিচালক (এডি) পদে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময়সূচি। পরীক্ষার তারিখঃ ১০, ১৬, ১৭ এবং ১৮ এপ্রিল ২০২৩। সহকারী পরিচালক (এডি) পদে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময়সূচি। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন সশস্ত্র বাহিনী সদরদপ্তরসমূহ ও আন্তঃবাহিনী সংস্থাসমূহের সাংগঠনিক কাঠামোভুক্ত প্রধান প্রশাসনিক কর্মকর্তার কার্যালয়ের প্রশাসনিক আওতাধীন ৯ম গ্রেডভুক্ত সহকারী পরিচালক (এডি) এর শূন্য পদে নিয়োগের লক্ষ্যে গৃহীত লিখিত পরীক্ষায় নির্বাচিত প্রার্থীদের মৌখিক পরীক্ষা এ মন্ত্রণালয়ের ২০৮ নম্বর কক্ষে নিম্নলিখিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।
সহকারী পরিচালক (এডি) পদের মৌখিক পরীক্ষার সময়সূচি ২০২৩
মৌখিক পরীক্ষার সময় অনলাইনে দাখিলকৃত আবেদনের কপি, প্রবেশপত্রের কপি, জাতীয় পরিচয়পত্রের মূলকপি, নাগরিকত্ব সনদের মূলকপি, সকল শিক্ষাগত যোগ্যতার সনদের মূলকপি, পাসপোর্ট সাইজের ৩(তিন) কপি রঙিন ছবি, প্রযোজ্য ক্ষেত্রে বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার পুত্র/কন্যা এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের বয়সসীমা ১৮-৩২ বছর প্রমাণের জন্য যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদের মূলকপি, চাকরিরত প্রার্থীর ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমিতপত্রসহ উল্লিখিত সকল কাগজপত্রের ১(এক) সেট সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে।