বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র (বিটাক), বগুড়া কেন্দ্রে National Human Resources Development Fund (NHDRF) প্রকল্পের আওতায় গত ০৪ই ফেব্রুয়ারি ২০২৪ খ্রিস্টাব্দ হতে MoU অনুযায়ী ইলেকট্রিক্যাল ইন্সটলেশন এন্ড মেইনটেন্যান্স, মেশিন সপ প্র্যাকটিস এবং ওয়েল্ডিং প্রশিক্ষণ কোর্স শুরু হয়েছে। উক্ত প্রকল্পের আওতায় জব প্লেসমেন্ট অফিসার পদে ০১ জন অস্থায়ীভিত্তিতে বিধি মোতাবেক প্রদেয় অন্যান্য ভাতাদিসহ পদের পার্শ্বে বর্ণিত বেতন অনুযায়ী সরাসরি জনবল নিয়োগের নিমিত্তে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইনে (bitac bogra@yahoo.com) ও নির্ধারিত ২৫-০৩-২০২৪ খ্রিস্টাব্দ সময়ের মধ্যে বিটাক, বগুড়া প্রশাসন বিভাগে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে।
বিটাক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪
জব প্লেসমেন্ট অফিসার এর ক্ষেত্রে আবেদনকারীর বয়সসীমা ন্যূনতম ৩৫ বছর এবং এনরোলমেন্ট শতকরা ৭০% প্রশিক্ষণার্থীদের কাজে নিয়োজিত করার চ্যালেঞ্জ গ্রহণ করার মানসিক সামর্থ্য থাকতে হবে। আগ্রহী প্রার্থীদের আবেদনপত্রের সাথে ০২ (দুই) কপি পাসপোর্ট সাইজের ছবি সংশ্লিষ্ট বিষয়ে শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদপত্র এবং জাতীয় পরিচয়পত্রের ফটোকপি আগামী ২৫-০৩-২০২৪ খ্রিস্টাব্দ তারিখ বিকাল ০৫ ঘটিকার মধ্যে অতিরিক্ত পরিচালক বিটাক, বগুড়া বরাবরে পৌঁছাতে হবে। পরীক্ষা ও সাক্ষাতের তারিখ, সময় ও স্থানঃ তারিখঃ ২৭-০৩-২০২৪ খ্রিস্টাব্দ, সময়ঃ সকাল ১০ ঘটিকা, পরীক্ষার স্থানঃ প্রশিক্ষণ বিভাগ, বিটাক, বগুড়া-৫৮০০। উল্লেখিত পদের জন্য লিখিত ও মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে। পরীক্ষার জন্য আলাদা কোনো প্রকার পত্র ইস্যু করা হবে না। আগ্রহী প্রার্থীকে পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য কোন ধরনের টিএ/ডিএ প্রদান করা হবে না।
শিল্প মন্ত্রণালয়ের মাধ্যমে প্রাপ্ত ছাড়পত্র অনুযায়ী বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র (বিটাক)-এর রাজস্ব খাতভুক্ত নিম্নবর্ণিত শূন্য পদসমূহে অস্থায়ীভিত্তিতে বিধি মোতাবেক প্রদেয় অন্যান্যভাতাদিসহ পদের পার্শ্বে বর্ণিত বেতন স্কেল অনুযায়ী সরাসরি জনবল নিয়োগের নিমিত্তে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইনে (http:/bitac.teletalk.com.bd ওয়েবসাইটে) নির্ধারিত সময়ের মধ্যে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীগণ http://bitac.teletalk.com.bd এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন। Online-এ আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময়ঃ 10.04.2013, সকাল ১০.০০ ঘটিকা।
Online-এ আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় ১১.05.2023, বিকাল ৫.০০ ঘটিকা। উক্ত সময়সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ Online- এ আবেদনপত্র Submit-এর সময় থেকে পরবর্তী ৭২(বাহাত্তর) ঘন্টার মধ্যে এসএমএস এ পরীক্ষার ফি জমা দিতে পারবেন।
বিটাক-এর ওয়েবসাইট (www.bitac.gov.bd) এ বিজ্ঞপ্তি এবং নিয়োগ সংক্রান্ত সকল তথ্যাদি প্রকাশ করা হবে। ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার জন্য আলাদাভাবে কোন সাক্ষাৎকারপত্র প্রেরণ করা হবে না । জেলার স্থায়ী বাসিন্দার প্রমাণের সনদ হিসেবে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ/পৌরসভা/সিটি কর্পোরেশন প্রদত্ত সনদ দাখিল করতে হবে। আবেদনকারীকে তার অর্জিত সঠিক শিক্ষাগত যোগ্যতা আবেদনপত্রে উল্লেখ করতে হবে। অর্জিত শিক্ষাগত যোগ্যতা গোপন রেখে পরবর্তীতে তা প্রকাশ করে পদোন্নতি বা অন্য কোন বৈধ সুযোগ দাবী করলে তা গ্রহণ যোগ্য হবে না। মৌখিক পরীক্ষার সময় অবশ্যই সকল শিক্ষাগত যোগ্যতার সনদ ও অভিজ্ঞতার যথাযথ সনদসমূহের (প্রযোজ্য ক্ষেত্রে) মূলকপি প্রদর্শন করতে হবে এবং ১ সেট করে সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে।
বিটাক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ | বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র নিয়োগ বিজ্ঞপ্তি
Online এ আবেদনপত্র (Application Form) যথাযথভাবে পূরণ করে নির্দেশনা মতে ছবি এবং স্বাক্ষর Upload করে আবেদনপত্র Submit করা সম্পন্ন হলে কম্পিউটারে ছবিসহ Application Preview দেখা যাবে। যদি Applicant’s Copy তে কোন তথ্য ভুল থাকে বা অস্পষ্ট ছবি (সম্পূর্ণ কালো/সম্পূর্ণ সাদা/ঘোলা/ঘষা মাজা) বা ছবি/স্বাক্ষর সঠিক না থাকে তাহলে আবেদন ফি জমা না দিয়ে থাকলেই কেবল পুনরায় (ওয়েবে) আবেদন করতে পারবেন। উল্লেখ্য যে, আবেদন ফি জমাদানের পরে আর কোন পরিবর্তন/পরিমার্জন/পরিবর্ধন গ্রহণযোগ্য নয় বিধায় আবেদন ফি জমাদানের পূর্বে প্রার্থী অবশ্যই উক্ত Applicant’s Copy তে তার সাম্প্রতিক তোলা রঙিন ছবি, নির্ভুল তথ্য ও স্বাক্ষর সংযুক্ত থাকা ও এর সঠিকতার বিষয়টি PDF Copy ডাউনলোড পূর্বক নিশ্চিত করে প্রিন্ট করে সংরক্ষণ করবেন।
Applicant’s Copy তে একটি User ID দেওয়া থাকবে এবং User ID ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোন Teletalk pre- paid mobile নম্বরের মাধ্যমে ০২(দুই)টি SMS করে আবেদন ফি বাবদ ১-৪ নং পর্যন্ত ক্রমিকের জন্য ৬০০/- (ছয়শত) টাকা এবং অনলাইন ফি বাবদ ৬৭/- (সাতষট্টি) টাকা অর্থাৎ ৬৬৭ (ছয়শত সাতষট্টি) টাকা (অফেরতযোগ্য), ৫ ক্রমিকের জন্য ৫০০/- (পাঁচশত) টাকা এবং অনলাইন ফি বাবদ ৫৬/- (ছাপ্পান্ন টাকা অর্থাৎ ৫৫৬/- (পাঁচশত ছাপ্পান্ন) টাকা (অফেরতযোগ্য) এবং ৬ নং ক্রমিকের জন্য ৩০০/- (তিনশত) টাকা এবং অনলাইন ফি বাবদ ৩৪/- (চৌত্রিশ) টাকা অর্থাৎ ৩৩৪/- (তিনশত চৌত্রিশ) টাকা (অফেরতযোগ্য) এবং ৭-৯ নং ক্রমিকের জন্য ২০০/- (দুইশত) টাকা এবং অনলাইন ফি বাবদ ২৩/- (তেইশ) টাকা অর্থাৎ ২২৩/- (দুইশত তেইশ) টাকা (অফেরতযোগ্য) ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে জমা দিবেন। এখানে বিশেষভাবে উল্লেখ যে, Online-এ আবেদনপত্রের সকল অংশ পূরণ করে Submit করা হলেও আবেদন ফি জমা না দেয়া পর্যন্ত Online আবেদনপত্র কোন অবস্থাতেই গৃহীত হবে না।
প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি http://bitac.teletalk.com.bd অথবা বিটাক এর ওয়েবসাইট www.bitac.gov.bd এ এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS এর মাধ্যমে (শুধু যোগ্য প্রার্থীদেরকে) যথাসময়ে জানানো হবে। Online এ আবেদন পত্রে প্রার্থী প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে বিধায় উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা, SMS পড়া এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্চনীয়।