সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ কপিরাইট অফিসের রাজস্ব খাতভুক্ত নিম্নবর্ণিত শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে সরাসরি নিয়োগের জন্য প্রকৃত বাংলাদেশী নাগরিকদের (পুরুষ/মহিলা) নিকট হতে কেবলমাত্র অনলাইনে (http://bco.teletalk.com.bd) দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। নিম্নবর্ণিত শর্তাবলী আবেদন ফরম পুরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের নিয়োগ বিজ্ঞপ্তিটি www.copyrightoffice.gov.bd এবং http://bco.teletalk.com.bd তে পাওয়া যাবে। পরীক্ষায় অংশ গ্রহণে ইচ্ছুক প্রার্থীকে http://bco.teletalk.com.bd ওয়েবসাইটে আবেদনপত্র পুরণ করিতে হইবে। Online আবেদন পত্র জমাদান শুরুর তারিখ ও সময়ঃ ১০/04/2023, সকাল ১০.০০ টা। Online আবেদন পত্র জমাদানের শেষ তারিখ ও সময়ঃ 09/05/202৩, বিকাল ৫.০০ টা। উক্ত সময়সীমার মধ্যে USER ID প্রাপ্ত প্রার্থীগণ পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারিবেন।
বাংলাদেশ কপিরাইট অফিস নিয়োগ ২০২৩ pdf Download
বিজ্ঞপ্তিটি পত্রিকা ছাড়াও বাংলাদেশ কপিরাইট অফিসের ওয়েব সাইট www.copyrightoffice.gov.bd বা http://bco.teletalk.com.bd সরাসরি প্রবেশ করিয়াও বিজ্ঞপ্তিটি পাওয়া যাইবে। নিয়োগ পরীক্ষার তারিখ, সময় ও অন্যান্য তথ্য www.copyrightoffice.gov.bd ওয়েবসাইট হইতে জানা যাইবে। চাকুরীরত প্রার্থীদেরকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষকে অবহিত করিয়া আবেদন করিতে হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হইলে মৌখিক পরীক্ষায় দলিলাদি দাখিলের সময় যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে সংশ্লিষ্ট কাগজপত্র প্রেরণ করিতে হইবে এবং যথাযথ কর্তৃপক্ষের অনুমতি পত্র দাখিল/প্রদর্শণ করিতে হইবে। ত্রুটিপূর্ণ / অসম্পূর্ণ আবেদনপত্র কোন কারন দর্শানো ব্যতিরেকে বাতিল বলিয়া গণ্য হইবে।