পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা। রিক্রুটমেন্ট অ্যান্ড ক্যারিয়ার প্ল্যানিং-২ শাখা। বুদ্ধিমত্তা ও মৌখিক পরীক্ষা ( Aptitude Test and Viva-voce Test) প্রসঙ্গে সার্জেন্ট অব পুলিশ পদে নিয়োগ ২০২২ এর Computer Competency Test পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের নিম্নবর্ণিত তারিখ ও সময়ে আবশ্যকীয় নির্দেশনাবলি প্রতিপালন সাপেক্ষে পুলিশ হেডকোয়ার্টার্স, ৬, ফিনিক্স রোড, ফুলবাড়িয়া, ঢাকায় অনুষ্ঠেয় বুদ্ধিমত্তা ও মৌখিক পরীক্ষায় (Aptitude Test and Viva-voce Test) অংশগ্রহণের নিমিত্ত প্রয়োজনীয় কাগজপত্রাদিসহ উপস্থিত হওয়ার জন্য নির্দেশ প্রদান করা হলো। উল্লেখ্য, বর্ণিত পরীক্ষায় অংশগ্রহণের নিমিত্ত উত্তীর্ণ পরীক্ষার্থীগণকে http://police.teletalk.com.bd লিংকে প্রবেশ করত: ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে পুনরায় ইস্যুকৃত প্রবেশপত্র সংগ্রহ করতে হবে। পরীক্ষার বিস্তারিত সময়সূচি নিম্নরূপ।
সার্জেন্ট ভাইভা ২০২৩ | সার্জেন্ট নিয়োগ বুদ্ধিমত্তা ও মৌখিক পরীক্ষার সময়সূচি ২০২৩
বি:দ্র: Computer Competency Test পরীক্ষায় উত্তীর্ণ অবশিষ্ট পরীক্ষার্থীদের বুদ্ধিমত্তা ও মৌখিক পরীক্ষার বিস্তারিত সময়সূচী শীঘ্রই প্রকাশ করা হবে।
আবশ্যকীয় নির্দেশনাবলি এবং যে সকল কাগজপত্র সঙ্গে আনতে হবে:
- ১. পরীক্ষা শুরুর ৩০ মিনিট পূর্বে পরীক্ষার্থীগণকে পুলিশ হেডকোয়ার্টার্সের প্রবেশ গেইটে উপস্থিত থাকতে হবে;
- ২. লিখিত ও মনস্তত্ত্ব এবং বুদ্ধিমত্তা ও মৌখিক পরীক্ষার প্রবেশপত্রঃ
- ৩. পরীক্ষার্থীর বয়স, শিক্ষাগত যোগ্যতা, নাগরিকত্ব, জাতীয় পরিচয়পত্র ইত্যাদি সংশ্লিষ্ট সকল সনদপত্রের মূলকপি এবং
- ৪. বীর মুক্তিযোদ্ধা শহিদ মুক্তিযোদ্ধার সন্তানদের বয়স প্রমার্জনের ক্ষেত্রে প্রমাণকস্বরূপ বীর মুক্তিযোদ্ধার নাম লাল মুক্তিবার্তায় থাকলে লাল মুক্তিবার্তা/বীর মুক্তিযোদ্ধার নাম ভারতীয় তালিকায় থাকলে ভারতীয় তালিকা/ বীর মুক্তিযোদ্ধার নামে জারীকৃত গেজেটের মূলকপি এবং পরীক্ষার্থী বীর মুক্তিযোদ্ধা/শহিদ মুক্তিযোদ্ধার পুত্র-কন্যা-এ মর্মে প্রত্যয়নপত্র ও মুক্তিযোদ্ধার জন্ম নিবন্ধন সনদের মূলকপি;
- উল্লেখ্য যে, পরীক্ষার্থীগণকে কেনো প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।