ঢাকা বিশ্ববিদ্যালয়/বুয়েট/মেডিকেল চান্স পাওয়ার উপায়

ঢাকা বিশ্ববিদ্যালয়/বুয়েট/মেডিকেল চান্স পাওয়ার উপায়। ঢাকা বিশ্ববিদ্যালয় /বুয়েট/মেডিকেল একটা আবেগ এর নাম তাই বলে আবেগ এ তো আর চান্স পাবা না। নিজেকে অন্তত 4-5 ঘন্টা হলেও নিয়মিত টাইম দেওয়া লাগবে। যারা বর্তমান HSC তে পড় এবং স্বপ্ন যাদের বিশ্ববিদ্যালয়! তারা এখন থেকেই প্রস্তুতি শুরু করে দাও ভর্তি পরীক্ষার এবং এগিয়ে থাকো সবার থেকে। বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার সম্পর্কিত তথ্য ও সহযোগিতা পেতে..

১- মোবাইল ছাড়তেই হবে, 2nd way নেই।
কেউ আসক্ত হলে, কষ্ট করেই ফোন একদম বাসায় দিয়ে দিতে হবে।

২- যাদের মনে হয় পড়া হয় না, বা মনে থাকে না, তারা আগে এটা ঠিক কর।

৩- যাদের পড়াশোনা মোটামুটি ভাল তারা,যেখানে পড়ার, ইচ্ছা সেটার প্রশ্ন ব্যাংক কিনে পড়বা পাশাপাশি, আর শর্টকাট শিখবা। (hsc জন্য)

4- বিএফ জিএফ থাকলে আগে থেকেই সাবধান।

৫- যাদের মনে হয় পড়া হয় না বা কই থেকে শুরু করব, তারা প্রশ্ন প্যাটার্ন কে টারগেট কর। প্রথম থেকে বেসিক সহ শুরু কর। u tube অধ্যায় এর নাম সার্চ দিয়ে ক্লাস করতে পার।

6–ফ্যামিলি টাকা অনেক ডিপ্রেশন থাকলে এর মধ্যেই পড়া লাগবে। যারা বাইরে পড়, ত্যাদের মানিয়ে চলা লাগবে। এর জন্য ফ্রেন্ড এর সাথে আড্ডা দিও।

৭- এর পরেও কারো সমস্যা থাকলে জানাবে।

৯- আর কোন প্রশ্ন থাকলে গুগুল কর, (যেমন ঢাবি ক/ ইউনিট ভর্তি, যোগ্যতা, সাবজেক্ট)

MS,ঢাকা বিশ্ববিদ্যালয়
৩য় বর্ষ,ক ইউনিট,।

যারা ৮ নাম্বার পয়েন্ট দেখনি বাট ভাবছ,  তারা ভালই বাট অন্যের ভুল না ধরে নিজের ভুল ধরা শিখা উচিত।

About Nazmul Hasan

Hi! I'm Nazmul Hasan. From Koyra, Khulna. I'm Student of Under National University of Govt. B. L. College, Khulna, Department of Political Science....

Check Also

নার্সিং ও মিডওয়াইফারি কোর্সে ভর্তি নীতিমালা ২০২৪

নার্সিং ও মিডওয়াইফারি কোর্সে ভর্তি নীতিমালা প্রকাশ। বিএসসি ইন নার্সিং(৪ বছর), ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স …