বেবিচক পরীক্ষার মার্কস চারটি ধাপে সামঞ্জস্য করা হয়। বেবিচক পরীক্ষার সিলেবাস ও মানবন্টন। লিখিত পরীক্ষায় দুটি গনিত, দুটি ইংরেজি, দুটি বাংলা ও দুটি সাধারণ প্রশ্ন থাকে। সাধারণ প্রশ্নগুলো বেবিচক রিলেটেড থাকে। যেমন আপনি সশস্ত্র নিরাপত্তা প্রহরী/ নিরাপত্তা অপারেটর পদে নিজেকে যোগ্য কেন মনে করেন? অথবা আপনি যে পদে আবেদন করেছেন সেই পদের কাজ সম্পর্কে লিখুন। অথবা বেবিচিকের কাজ কি?
- ১. শারিরীক পরিমাপ ২০ মার্কস
- ২. MCQ পরীক্ষা ৮০ মার্কস
- ৩. লিখিত পরীক্ষা ৮০ মার্কস
- ৪. ভাইবা /সাক্ষাৎকার ২০ মার্কস
আরও পড়ুন:
- বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বিভিন্ন পদের কাজ ও বেতন স্কেল
- ৯২৫ পদে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ নিয়োগ ২০২৩
এমসিকিউ অন্য সকল এমসিকিউ পরীক্ষার মত সাধারণ জ্ঞান, বাংলা, ইংরেজি, গনিত ও সাম্প্রতিক বিষয় থাকে। গনিত উৎপাদকে বিশ্লেষণ, মান নির্ণয়, পাটিগণিত লাভক্ষতি কিংবা লসাগু গসাগু থাকতে পারে। বাংলা সংক্ষিপ্ত প্রবন্ধ বাংলাদেশের উন্নয়ন, Millennium Development Goals এধরনের প্রবন্ধ থাকতে পার। ইংরেজি শব্দার্থ, প্রতিশব্দ, একটি Paragraph, use of auxiliary verb ইত্যাদি থাকে। ভাইবা ভছিতে লিখিত পরীক্ষার খাতা সামনে নিয়ে বসে প্রশ্ন করা হয়। লিখিত পরীক্ষায় যেসকল প্রশ্নের উত্তর ভূল দেয়া হয়েছিলো সেগুলো আবার উত্তর করতে বলা হয়। দেশে কয়টি বিমানবন্দর, যে পদে আবেদন করেছেন তার কাজ ও ব্যাক্তিগত পরিবার ও শিক্ষা সম্পর্কে প্রশ্ন করা হয়। যে বিষয়ে অনার্স-মাস্টার্স করা সেই বিষয় থেকেও প্রশ্ন করা হয়।
যেহেতু জেলা কোটা রয়েছে সেহেতু আঞ্চলিক বিষয় থেকেও প্রশ্ন করা হয়। আপনার জেলা কীজন্য বিখ্যাত, কিভাবে নামকরণ, বিখ্যাত ব্যাক্তির তথ্য জানতে চাওয়া হয়। সশস্ত্র নিরাপত্তা প্রহরী বা নিরাপত্তা শাখার সকল কাজ যাত্রীর সাথে সরাসরি করতে হয়, তাই অনেক লোকের মাঝখানে আপনি কি বিচলিত হয়ে পড়েন কি না সে বিষয়ও দেখা হয়। উল্টোপাল্টা প্রশ্ন ও আপনাকে হেয় করে কথা বলে আপনার টেম্পারমেন্টের পরীক্ষা নেয়া হয়।
মনে রাখবেন বিমানবন্দরে নিরাপত্তা শাখায় কাজ অন্যান্য সংস্থায় নিরাপত্তা কাজের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। এখানে শুধু নিরাপদ বিমান উড্ডয়ন ও অবতরণই নিশ্চিত করা হয় না, পাশাপাশি যাত্রী ও তাদের ব্যাগেজের নিরাপত্তা নিশ্চিত করা হয়। আমার নিয়োগ পরীক্ষার প্রেক্ষিতে অভিজ্ঞতা ভাগ করলাম। সকলের জন্য শুভকামনা।