জারিকারক পদে নিয়োগের নিমিত্ত সাময়িকভাবে মনোনীত প্রার্থীদের চূড়ান্ত ফলাফল। জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার গত ০৩/০৯/২০১৯ তারিখের স্মারক মূলে প্রকাশিত বিজ্ঞপ্তির প্রেক্ষিতে জারিকারক পদে নিয়োগের নিমিত্ত গৃহীত লিখিত ও মৌখিক পরীক্ষায় নিম্নবর্ণিত রোল নম্বরধারী প্রার্থীগণ উত্তীর্ণ ও সাময়িকভাবে মনোনীত হয়েছেন। জারিকারক পদে নিয়োগের জন্য সাময়িকভাবে মনোনীত প্রার্থীদের তালিকা (মেধাক্রম অনুসারে)।
জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা জারিকারক পদের পরীক্ষার চূড়ান্ত ফলাফল ২০২৩
২। কোনো প্রার্থী অসত্য তথ্য প্রদান বা তথ্য গোপন করলে বা তার যোগ্যতার ঘাটতি থাকলে বা আবেদনপত্রে অন্য কোনো গরমিল পরিলক্ষিত হলে তার মনোনয়ন বাতিল বলে গণ্য হবে।
৩। পরবর্তীতে স্বাস্থ্য পরীক্ষায় অথবা প্রাক-পরিচয় যাচাই প্রতিবেদনে (Police Verification) কোনো প্রার্থী অযোগ্য ঘোষিত/বিবেচিত হলে ঐ প্রার্থীর মনোনয়ন বাতিল বলে গণ্য হবে ।
৪। সাময়িক মনোনয়নকে নিয়োগপ্রাপ্তির অধিকার হিসাবে দাবী করা যাবে না। কোটার সুবিধা দাবীকারী প্রার্থীগণের এই মনোনয়ন তাদের দাখিলকৃত সনদ/সমূহের সঠিকতা যাচাই সাপেক্ষ ।
৫। প্রকাশিত ফলাফলে কোনো ভুল-ত্রুটি পরিলক্ষিত হলে বা যুক্তিসঙ্গত প্রয়োজনে সংস্থা তা পরিবর্তন, পরিবর্ধন কিংবা সংশোধনের ক্ষমতা সংরক্ষণ করে।