কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেড (সিপিজিসিবিএল) এর “উপ-সহকারী প্রকৌশলী” এর ১০ (দশ) টি [তড়িৎ- ০৬
টি ও যান্ত্রিক- ০৪ টি] এর শূন্য পদে জনবল নিয়োগের নিমিত্ত গত 23/09/2012 খ্রিঃ তারিখে অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের
নির্বাচনী মৌখিক পরীক্ষার তারিখ, সময় ও স্থান নিম্নরূপ।
নোটঃ উপ-সহকারী প্রকৌশলী (যান্ত্রিক) পদে রোল নং-১৬০০৭৪০ সিপিজিসিবিএল স্মারক নং-০১৩, তারিখ-০৫/০১/২০১৩ খ্রিঃ দ্বারা জারিকৃত আদেশের নির্দেশনা অনুযায়ী যাচিত কাগজপত্রাদি দাখিল না করায় তাঁদের প্রার্থীতা বাতিল হিসাবে গণ্য হবে।
কোল পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড মৌখিক পরীক্ষার সময়সূচী ২০২৩
নির্দেশনাঃ-
- ১) মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সময় প্রার্থীদের সকল সনদপত্রের মূলকপি ও অন্যান্য চাহিত কাগজপত্র সঙ্গে আনতে
হবে এবং সিপিজিসিবিএল কর্তৃপক্ষ-কে প্রদর্শন করতে হবে; - ২) কোন প্রার্থী নির্ধারিত তারিখ ও সময়ে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণে ব্যর্থ হলে তাঁর প্রার্থীতা বাতিল বলে গণ্য হবে।
পরবর্তীতে কোন প্রকার আবেদন গ্রহণযোগ্য হবে না; - ৩) নির্বাচনী মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীদের কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না এবং আবেদনপত্র
বাছাই ও নিয়োগের ক্ষেত্রে সিপিজিসিবিএল কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে। যথাযথ কর্তৃপক্ষের নির্দেশক্রমে এই আদেশ জারি করা হলো।