প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় ভালো করার উপায়

কিভাবে আপনিও হতে পারেন প্রাইমারির শিক্ষক। আপনারা জানেন বাংলাদেশের সবচেয়ে বড় সার্কুলার হলো প্রাইমারির শিক্ষক নিয়োগ সার্কুলার। এখনো সময় আছে কিছুদিন,কিভাবে নিজেকে এই সময়ের মধ্যেই গুছিয়ে নিবেন সেটাই লিখছি নিচে, মনোযোগ দিয়ে পড়ুন আর অনুসরণ করুন। কিভাবে খুব অল্প পড়েও চাকুরিটি পাওয়া সম্ভব সেটা হলো

 

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় করণীয়

সতর্কতাঃ বেসিক শক্তিশালী করুন। বেসিক না জানলে আপনি চাকরি পাওয়ার থেকে পিছিয়ে যাবেন। পাশাপাশি,

১। প্রথমে বিসিএসের ৪৪তম-১০ম এর সকল প্রশ্ন পড়ুন।
২। প্রাইমারির বিগত প্রশ্ন পড়ুন
৩। মাধ্যমিক, প্রধান শিক্ষক ও নিবন্ধন এর বিগত প্রশ্ন করে ভাল করে দেখুন।
৪। পিএসসি নন ক্যাডার, ৯ম-১০ম গ্রেডের প্রশ্ন দেখুন।
৫। পরীক্ষার ২০ দিন পূর্বে সাম্প্রতিক গুরুত্বপূর্ণ অংশ পড়ুন। পিডিএফ দেওয়া হবে।

 

মহাচিন্তাঃ

উপরের সব কিছু কোথায় পাবেন একসাথে এক বইতে? হা পাবেন। একটি বই বেশ ভালো করেছে। POWER প্রাইমারি গাইড বইটির ২০২৩ এডিশনে সব যুক্ত আছে। এতে চিন্তা কমে যাবে।
৬। আর যত বেশি সম্ভব মডেল টেস্ট দিন, এতে ভুল গুলো সংশোধন হবে, নেগেটিভ মার্ক কমে আসবে। শিক্ষক হওয়ার দৌড়ে এগিয়ে থাকবেন অনেকাংশেই।যেমন-পাওয়ার প্রাইমারি মডেল টেস্ট। আশাকরি এতেই যথেষ্ট হবে ইনশাআল্লাহ।

 

পরবর্তী পোস্টে সাবজেক্ট ভিত্তিক কোন কোন টপিকস পড়তেই হবে সেগুলো জানাব ইনশা-আল্লাহ। সবার আগে আমাদের পোস্টের নোটিফিকেশন পেতে এই গ্রুপের যেকোন পোস্টে লাইক, কমেন্ট বা শেয়ার করতে পারেন। সকলের জন্য শুভকামনা।

 

জরুরি প্রশ্নঃ
প্রতিটি বিষয়ের কোন অধ্যায় গুরুত্বপূর্ণ তা নিয়ে আলাদাভাবে পোস্ট চান কি? তাহলে লিখবো এই বিষয়ে। কমেন্টে জানান। কোন সাবজেক্টের উপর লেখা চান

About Nazmul Hasan

Hi! I'm Nazmul Hasan. From Koyra, Khulna. I'm Student of Under National University of Govt. B. L. College, Khulna, Department of Political Science....

Check Also

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার ২য় ধাপের ফলাফল ২০২২

Primary Assistant Teacher Appointment Letter 2024 PDF Download

Primary Teacher Appointment Letter 2024 PDF Download. Based on the results of the Assistant Teacher …