বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ – barc.gov.bd Job Circular

বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের রাজস্ব খাতভুক্ত স্থায়ী শূন্য পদসমূহ পূরণের জন্য প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহবান করা যাচ্ছে। পদের বিবরণ নিম্নরূপ। প্রার্থীগণকে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্ধারিত ফরমে ০৩ (তিন) প্রস্থ প্রোফাইল জমা দিতে হবে। কাউন্সিলের সংস্থাপন শাখা বা কাউন্সিলের ওয়েবসাইট www.barc.gov.bd এর সেবা বক্স “ফরম”হইতে নির্ধারিত ফরম সংগ্রহ করা যাবে। ০১-০২-২০২৪ তারিখে প্রার্থীর বয়সসীমা বিজ্ঞপ্তির ০৩ নং কলামের বর্ণনা অনুযায়ী হতে হবে।

barc.gov.bd Job Circular 2024

barc-gov-bd-Job-Circular-2

barc-gov-bd-Job-Circular-1

 

বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ – barc.gov.bd Job Circular

বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের রাজস্ব খাতভুক্ত স্থায়ী নিম্নলিখিত শূন্য পদসমূহ পূরণের জন্য প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহবান করা যাচ্ছে। ০১ ও ০২ নং ক্রমিকে উল্লিখিত পদে আবেদনে ইচ্ছুক প্রার্থীগণকে কাউন্সিলের নির্ধারিত ফরমে ০৩ প্রস্থ প্রোফাইল ২৯ মার্চ, ২০২৩ খ্রি:, সকাল ১০.০০ ঘটিকা থেকে ৩০ এপ্রিল, ২০২৩ খ্রি:, বিকাল ৫.০০ ঘটিকার মধ্যে নির্বাহী চেয়ারম্যান, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল বরাবরে জমা দিতে হবে।

 

কাউন্সিলের সংস্থাপন শাখা বা কাউন্সিলের ওয়েবসাইট www.barc.gov.bd হতে নির্ধারিত ফরম সংগ্রহ করা যাবে। 01 3 02 নং পদের আবেদনপত্রের সাথে ৫০০/-(পাঁচশত) টাকা মূল্যমানের ব্যাংক ড্রাফট/পে-অর্ডার নির্বাহী চেয়ারম্যান, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল বরাবরে অগ্রনী ব্যাংক লিমিটেড, ফার্মগেট শাখার অনুকূলে প্রেরণ করতে হবে। ০৩ থেকে ১০ নং ক্রমিকে উল্লিখিত পদে আবেদনে ইচ্ছুক প্রার্থীগণ http://barc.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করে আবেদনপত্র পূরণ করতে পারবেন।

Online এ আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময়ঃ ২৯ মার্চ, ২০২৩ খ্রি:, সকাল ১০.০০ ঘটিকা। Online এ আবেদনপত্র পূরণ ও জমাদানের শেষ তারিখ ও সময়ঃ ৩০ এপ্রিল, ২০২৩ খ্রি:, বিকাল ৫.০০ ঘটিকা। উক্ত সময়সীমার মধ্যে User ID প্রাপ্ত আবেদনকারীগণ Online এ আবেদন করার সময় হতে পরবর্তী ৭২ ঘন্টার মধ্যে এসএমএস এর মাধ্যমে টাকা জমা দিতে পারবেন।

 

কৃষি গবেষণা ইনস্টিটিউট নিয়োগ ২০২৩

 

 

Online এ আবেদনপত্র (Application Form) যথাযথভাবে পূরণের পর নির্দেশনা মোতাবেক ছবি ও স্বাক্ষর আপলোড করে আবেদন সম্পন্ন হলে Application Preview দেখা যাবে। নির্ভুলভাবে আবেদনপত্র Submit করা হলে প্রার্থী একটি User ID, ছবি ও স্বাক্ষর সম্বলিত একটি Applicant’s Copy পাবেন। উক্ত Applicant’s Copy প্রার্থী ডাউনলোড ও প্রিন্ট করে সংরক্ষণ করবেন।

Applicant’s Copy তে প্রদত্ত User ID ব্যবহার করে অনধিক ৭২ ঘন্টার মধ্যে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যেকোন টেলিটক প্রি-পেইড মোবাইল নম্বর থেকে দুইটি SMS করে ০৩ হতে ০৪ নং ক্রমিকে উল্লেখিত পদের জন্য ৫০০/-(পাঁচশত) টাকা, ০৫ ও ০৬ নং ক্রমিকে উল্লেখিত পদের জন্য ৩০০/- (তিনশত) টাকা, ০৭ ও ০৮ নং ক্রমিকে উল্লেখিত পদের জন্য ২০০/- (দুইশত) টাকা এবং ০৯ ও ১০ নং ক্রমিকে উল্লিখিত পদের জন্য ১০০/- (একশত) টাকা জমা দিবেন। উল্লেখ্য যে, Online এ আবেদনপত্র Submit করার পর টাকা জমা না দিলে আবেদনপত্র কোনভাবেই গৃহীত হবে না।

About Nazmul Hasan

Hi! I'm Nazmul Hasan. From Koyra, Khulna. I'm Student of Under National University of Govt. B. L. College, Khulna, Department of Political Science....

Check Also

DC Office Job Circular ডিসি অফিস

গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ ফলাফল ২০২৪

গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ ফলাফল কিভাবে জানবেন? আপনি গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগের ফলাফল …