এতদ্বারা সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতায় রাজস্ব কাঠামোভুক্ত কার্যসহকারীর (গ্রেড-১৬) ৪০০ (চারশত) টি শূন্য পদে জনবল নিয়োগের নিমিত্ত নিম্নবর্ণিত রোল নম্বরধারী লিখিত (MCQ Type) পরীক্ষায় বাছাইকৃত প্রার্থীগণের মৌখিক পরীক্ষা নির্ধারিত স্থান, তারিখ, দিন ও সময়সূচী অনুযায়ী অনুষ্ঠিত হবে।
এলজিইডি কার্যসহকারী পদের মৌখিক পরীক্ষার সময়সূচি ২০২৩
সর্বমোট ২০৫৫ জন-
বি.দ্র. প্রার্থীগণ মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের প্রাক্কালে নিম্নবর্ণিত কাগজপত্রাদির মূল কপি প্রদর্শনপূর্বক সকল কাগজপত্রের অতিরিক্ত ১(এক) সেট সত্যায়িত ফটোকপি দাখিল করবেন এবং স্বাস্থ্য বিধি মেনে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।
- (ক) সকল শিক্ষাগত যোগ্যতার সনদ।
- (খ) জাতীয় পরিচয় পত্র (NID / Smart card).
- (গ) চাকরির আবেদন ফরমে উল্লিখিত স্থায়ী ঠিকানা, নিজ জেলা ও জাতীয়তা সমর্থনে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান/পৌরসভার মেয়র/সিটি করপোরেশনের ওয়ার্ড কমিশনার/কাউন্সিলর কর্তৃক ইস্যুকৃত (নিজ জেলা উল্লেখ করতঃ) নাগরিকত্বের সনদ।
- (ঘ) প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদ ।
- (ঙ) প্রার্থী মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার পুত্র-কন্যা হলে মুক্তিযোদ্ধা সনদ (মন্ত্রণালয়ের সনদ, বামুস সনদ), মুক্তিবার্তা/গেজেট নম্বর ও তারিখ মুক্তিযোদ্ধার বয়স প্রমানের লক্ষ্যে এসএসসি সনদ/জন্ম সনদ, মৃত মুক্তিযোদ্ধার মৃত্যু সনদ এবং মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার পুত্র কন্যার পুত্র-কন্যা হিসেবে চাকরি প্রার্থীদের ক্ষেত্রে উপরোক্ত কাগজপত্রসহ প্রার্থীর সাথে মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার সম্পর্কের প্রমাণক হিসেবে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/পৌরসভার মেয়র/সিটি করপোরেশনের ওয়ার্ড কমিশনার/কাউন্সিলর কর্তৃক ইস্যুকৃত প্রত্যয়ন পত্র। প্রার্থী এবং তাঁর পিতা-মাতার জাতীয় পরিচয় পত্র মৌখিক পরীক্ষার সময় প্রদর্শন করতে হবে।
- (চ) ক্ষুদ্র নৃ-গোষ্ঠি ও অন্যান্য কোটাভূক্ত প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক ইস্যুকৃত সনদ।
- (ছ) এতিম ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীর ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত এতিম/শারীরিক প্রতিবন্ধী সম্পর্কিত সনদ ।
- (জ) প্রবেশপত্র।
- (ঝ) Applicant’s copy.