ব্যাংলাদেশের সর্ববৃহৎ ব্যাংক ইসলামী ব্যাংক ২৬ তম প্রবেশনারী অফিসার পদের নিয়োগ। এই পার্টে সুবিধা আলোচনা করলাম। ২য় পার্টে কিভাবে নিজেকে প্রস্তুত করবেন, তা নিয়ে বিস্তারিত আলোচনা করবো ইনশাআল্লাহ।
আপনাদের কোন জিজ্ঞাসা থাকলে কমেন্টে আলোচনা করতে পারেন।
শরীফুল ইসলাম
অফিসার, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড
(২৫ তম প্রবেশনারী অফিসার)।
সুবিধা:
১) ইসলামী ব্যাংকের এন্ট্রি লেভেলের সর্বোচ্চ পোস্ট প্রবেশনারী অফিসার।
২) এই পদের ব্যক্তিকে শ্বশুর বাড়ির জামাইয়ের মত দেখা হয়।
৩) প্রতি ১.৫ বা ২ বছর পর পর এই পদে নিয়োগ দেয়া হয়। তাই এই পদের ভ্যালু অনেক বেশি।
৪) এই পদ থেকে ব্যাংকের সর্বোচ্চ পদে যাওয়ার সম্ভব, এবং এমডি, ডিএমডি, ইভিপি এসভিপি বা ভিপি হয়ে অনায়াসে রিটায়ার্ড করা যায়। বর্তমানের ব্যাংকের সিইউও, এমডি, ডিএমডি, ইভিপি বা এসভিপি স্যারেরা এই পোস্টধারী।
৫) প্রতিটি ব্রাঞ্চে এই পোস্টধারী ব্যাক্তি সর্বোচ্চ একজন থাকে ( যেমন আমার ব্রাঞ্চে ৪০ জন এমপ্লয়ীর মধ্যে আমি একজন ছিলাম)
৬) এই পোস্টধারীর প্রমোশন সাধারণ যথাসময়ে হয়ে থাকে, কেননা ম্যানেজমেন্ট তাকে দিয়েই ভবিষ্যৎ লিডারশীপ তৈরি করে।
৭) সব ডেক্সে কাজ শেখা যায়, কারণ আপনিই হবেন কয়েক বছর পর ব্রাঞ্চের ম্যানেজার বা নির্বাহী।
৮) ৬-৭ বছর পর আপনার বেতন ছয় ডিজিটে পৌঁছে যাবে।
৯) জব সিকিউরিটি ১০০%, যদি আপনি আর্থিক কেলেঙ্কারি বা নারীঘটিত কোন অপকর্মে না জড়ান।
১০) একমাত্র পেনশন ব্যাতিত যাবতীয় সকল সুবিধা।
১১) লাক্সারিয়াস ও রিলাক্স জব সুবিধা এবং দৈনিক ৩ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায়ের সাথে সাথে কুরআন-হাদীদের চর্চা আদায়ের একমাত্র প্রতিষ্ঠান।
১২) বিচক্ষণ, বন্ধুসুলভ, পরোপকারী সহকর্মী পাবেন এবং ইমানের হেফাজতে নিজেকে নিয়োজিত রাখতে পারবেন ইনশাআল্লাহ