পুলিশ সার্জেন্ট Computer Competency Test সময়সূচি ২০২৩

সার্জেন্ট অব পুলিশ পদে নিয়োগ ২০২২ এর লিখিত ও মনস্তত্ত্ব পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের নিম্নবর্ণিত রোল নম্বরের ক্রম অনুযায়ী নির্ধারিত তারিখ ও সময়ে আবশ্যকীয় নির্দেশনাবলি প্রতিপালন সাপেক্ষে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল, আগারগাঁও, ঢাকায় অনুষ্ঠেয় Computer Competency Test (MS Word, MS Excel, MS PowerPoint, Web Browsing and Troubleshooting)-এ অংশগ্রহণের নির্দেশ প্রদান করা হলো। উল্লেখ্য যে, শুধুমাত্র Computer Competency Test-এ উত্তীর্ণ প্রার্থীগণই পরবর্তীতে বুদ্ধিমত্তা ও মৌখিক পরীক্ষা (Aptitude Test and Viva-voce Test)-এ অংশগ্রহণ করার যোগ্য বলে বিবেচিত হবেন। পরীক্ষার বিস্তারিত সময়সূচি নিম্নরূপ:-

 

আরও পড়ুন: পুলিশ সার্জেন্ট নিয়োগ পরীক্ষার ফলাফল ২০২৩

 

পুলিশ সার্জেন্ট Computer Competency Test সময়সূচি ২০২৩

আবশ্যকীয় নির্দেশনাবলি:

১. পরীক্ষাকেন্দ্রে প্রবেশের সময় লিখিত ও মনস্তত্ত্ব পরীক্ষার প্রবেশপত্রটি প্রদর্শন করতে হবে;

২. পরীক্ষা শুরুর ১৫ মিনিট পূর্বে নির্ধারিত আসন গ্রহণ করতে হবে;

৩.পরীক্ষা শুরু হবার পর কোনো পরীক্ষার্থীকে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করতে দেয়া হবে না;

৪. পরীক্ষাকেন্দ্রে কোনো মোবাইল ফোন, ব্যাগ, ছাতা, ক্যামেরা, ক্যালকুলেটর বা অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইস্ সাথে নেয়া যাবে না;

৫. পরীক্ষাকেন্দ্রে কোনো পরীক্ষার্থী অসদুপায় অবলম্বন করলে পরিরক্ষক (ইনভিজিলেটর)/যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক উক্ত পরীক্ষার্থীকে ‘তাৎক্ষনিকভাবে বহিষ্কারকরণসহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে; এবং

৬. পরীক্ষার্থীকে কোনো টিএ/ডিএ প্রদান করা হবে না।

About Nazmul Hasan

Hi! I'm Nazmul Hasan. From Koyra, Khulna. I'm Student of Under National University of Govt. B. L. College, Khulna, Department of Political Science....

Check Also

জাতীয় আইনগত সহায়তা সংস্থার মৌখিক পরীক্ষার সময়সূচি ২০২২

Police Sub-Inspector Computer Test Result 2024 | SI Computer Result 2024

Cadet Sub-Inspector (Unarmed) of Police Recruitment 2023 Computer Competency Test Result. For the information of …