সার্জেন্ট অব পুলিশ পদে নিয়োগ ২০২২ এর লিখিত ও মনস্তত্ত্ব পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের নিম্নবর্ণিত রোল নম্বরের ক্রম অনুযায়ী নির্ধারিত তারিখ ও সময়ে আবশ্যকীয় নির্দেশনাবলি প্রতিপালন সাপেক্ষে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল, আগারগাঁও, ঢাকায় অনুষ্ঠেয় Computer Competency Test (MS Word, MS Excel, MS PowerPoint, Web Browsing and Troubleshooting)-এ অংশগ্রহণের নির্দেশ প্রদান করা হলো। উল্লেখ্য যে, শুধুমাত্র Computer Competency Test-এ উত্তীর্ণ প্রার্থীগণই পরবর্তীতে বুদ্ধিমত্তা ও মৌখিক পরীক্ষা (Aptitude Test and Viva-voce Test)-এ অংশগ্রহণ করার যোগ্য বলে বিবেচিত হবেন। পরীক্ষার বিস্তারিত সময়সূচি নিম্নরূপ:-
আরও পড়ুন: পুলিশ সার্জেন্ট নিয়োগ পরীক্ষার ফলাফল ২০২৩
পুলিশ সার্জেন্ট Computer Competency Test সময়সূচি ২০২৩
আবশ্যকীয় নির্দেশনাবলি:
১. পরীক্ষাকেন্দ্রে প্রবেশের সময় লিখিত ও মনস্তত্ত্ব পরীক্ষার প্রবেশপত্রটি প্রদর্শন করতে হবে;
২. পরীক্ষা শুরুর ১৫ মিনিট পূর্বে নির্ধারিত আসন গ্রহণ করতে হবে;
৩.পরীক্ষা শুরু হবার পর কোনো পরীক্ষার্থীকে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করতে দেয়া হবে না;
৪. পরীক্ষাকেন্দ্রে কোনো মোবাইল ফোন, ব্যাগ, ছাতা, ক্যামেরা, ক্যালকুলেটর বা অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইস্ সাথে নেয়া যাবে না;
৫. পরীক্ষাকেন্দ্রে কোনো পরীক্ষার্থী অসদুপায় অবলম্বন করলে পরিরক্ষক (ইনভিজিলেটর)/যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক উক্ত পরীক্ষার্থীকে ‘তাৎক্ষনিকভাবে বহিষ্কারকরণসহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে; এবং
৬. পরীক্ষার্থীকে কোনো টিএ/ডিএ প্রদান করা হবে না।