বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড-এর রাজস্ব খাতভুক্ত ‘কম্পিউটার মুদ্রাক্ষরিক-কাম-অফিস সহকারী’ পদে জনবল নিয়োগের নিমিত্ত অদ্য ২৪-০৩-২০২৩ খ্রি. (শুক্রবার) অনুষ্ঠিত লিখিত (MCQ) পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদের মধ্য থেকে লিখিত (রচনামূলক) পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থীদের রোল নম্বর অত্রসাথ সংযুক্ত করা হলো (পরিশিষ্ট- ‘ক’ দ্রষ্টব্য, ০১ পৃষ্ঠা)। নির্বাচিত প্রার্থীদের লিখিত (রচনামূলক) পরীক্ষার তারিখ, সময় ও স্থান নিম্নে উল্লেখ করা হলো।
BREBR কম্পিউটার মুদ্রাক্ষরিক কাম অফিস সহকারী পরীক্ষার ফলাফল ২০২৪
লিখিত (রচনামূলক) পরীক্ষার তারিখ ও সময়ঃ
- ৩১-০৩-২০২৩ খ্রি. (শুক্রবার)
- সকাল ১০:০০ ঘটিকা থেকে ১১:৩০ ঘটিকা পর্যন্ত
লিখিত (রচনামূলক) পরীক্ষার স্থানঃ
- প্রশিক্ষণ একাডেমি ভবন
- বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড নিকুঞ্জ-২, খিলক্ষেত, ঢাকা-১২২৯
- নির্বাচিত প্রার্থীদের বরাবর লিখিত (রচনামূলক) পরীক্ষায় অংশগ্রহণের জন্য পৃথক কোন প্রবেশপত্র ইস্যু করা হবে না।
- লিখিত (MCQ) পরীক্ষার প্রবেশপত্র লিখিত (রচনামূলক) পরীক্ষার সময় অবশ্যই সঙ্গে আনতে হবে।
- লিখিত (রচনামূলক) পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন টিএ/ডিএ প্রদান করা হবে না।
পল্লী বিদ্যুতায়ন বোর্ড কম্পিউটার মুদ্রাক্ষরিক কাম অফিস সহকারী পরীক্ষার ফলাফল ২০২৩