৩৪ পদে বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (বারটান) এ নিয়োগ বিজ্ঞপ্তি। বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (বারটান)-এর অধীনস্থ রাজস্বখাতভুক্ত নিম্নবর্ণিত ০৯ (নয়) টি ক্যাটাগরির মোট ৩৪টি (চৌত্রিশ)টি শূন্য পদে জনবল নিয়োগের নিমিত্ত বিজ্ঞপ্তিতে বর্ণিত নিয়মাবলী ও শর্ত সাপেক্ষে বাংলাদেশের প্রকৃত স্থায়ী নাগরিকদের নিকট হতে অনলাইনে (http://birtan.teletalk.com.bd) ওয়েবসাইটে আবেদনপত্র আহবান করা যাচ্ছে। বিজ্ঞপ্তিটি পত্রিকা ছাড়াও বারটোন ওয়েবসাইট www.birtan.gov.bd এ বিজ্ঞপ্তিসহ সকল তথ্য দেখা যাবে। QR Code স্ক্যান এর মাধ্যমে টেলিটকের জবপোর্টাল ওয়েবসাইটে সরাসরি প্রবেশ করেও বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। নিয়োগ পরীক্ষার তারিখ, সময় ও অন্যান্য তথ্য www.birtan.gov.bd ওয়েবসাইট হতে জানা যাবে।
ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ – BIRTAN Job Circular
অনলাইনে আবেদনপত্র পূরণ ও ফি জমাদান শুরুর তারিখ ১৪ ফেব্রুয়ারি, ২০২৪, সকাল ৯.০০ ঘটিকা ও অনলাইনে আবেদনের শেষ তারিখ ও সময় ২৯ ফেব্রুয়ারি, ২০২৪ খ্রিঃ সন্ধ্যা ৬.০০ ঘটিকা। বিজ্ঞপ্তির ১-৪ ক্রমিকের পদে আবেদনকারীদের আবেদনপত্র অনলাইনে জমাদানের শেষ তারিখ অর্থাৎ ২৯ ফেব্রুয়ারি, ২০২৪ খ্রিঃ তারিখের মধ্যে প্রার্থীর অর্জিত শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, প্রশিক্ষণ, স্বীকৃত জার্নালে প্রকাশিত প্রকাশনা (প্রযোজ্য ক্ষেত্রে) বিবেচিত হবে। এই তারিখের পরে অর্জিত শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, প্রশিক্ষণ, প্রকাশনা (প্রযোজ্য ক্ষেত্রে) না থাকলে আবেদন করার প্রয়োজন নেই। ১-৪ ক্রমিকে আবেদনকারী প্রার্থীগণ অর্জিত শিক্ষাগত যোগ্যতা,অভিজ্ঞতা, প্রশিক্ষণ, স্বীকৃত জার্নালে প্রকাশিত প্রকাশনার (প্রযোজ্য ক্ষেত্রে) প্রমাণক ১০ মার্চ, ২০২৪ খ্রিঃ তারিখের মধ্যে বারটান প্রধান কার্যালয়ে প্রেরণ করতে হবে। প্রমাণক যাচাইপূর্বক লিখিত/মৌখিক পরীক্ষার অ্যাডমিট কার্ড প্রদান করা হবে।
পরীক্ষায় অংশগ্রহণে আগ্রহী প্রার্থীগণ-কে http://birtan.teletalk.com.bd এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে হবে। অনলাইনে আবেদনপত্র পূরণ পরীক্ষা ফি জমাদান শুরুর তারিখ ও সময় ১৪ ফেব্রুয়ারি, ২০২৪ খ্রি: সকাল ০৯:০০ টায়। অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় ২৯ ফেব্রুয়ারি, ২০২৪ খ্রি: সন্ধা ০৬:০০ টা পর্যন্ত। উক্ত সময়সীমার মধ্যে বর্ণিত ওয়েবসাইটে User ID প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র submit এর সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে এসএমএস (SMS) এ পরীক্ষার ফি জমা দিতে হবে।
অনলাইন আবেদনপত্রে প্রার্থীকে তাঁর রঙ্গিন ছবি (দৈর্ঘ্য ৩০০X প্রস্থ ৩০০) pixel স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০x প্রস্থ ৮০) pixel স্ক্যান করে নির্ধারিত স্থলে Upload করতে হবে। ছবির সাইজ সর্বোচ্চ 100KBও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 60KB হতে হবে। অনলাইনে আবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু অনলাইনে আবেদনপত্র submit করার পূর্বেই সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন। প্রার্থী অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের একটি প্রিন্টকপি পরীক্ষা সংক্রান্ত যে কোন প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন এবং মৌখিক/ব্যবহারিক পরীক্ষার সময় এক কপি জমা দিবেন।
SMS প্রেরণের নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রদান: অনলাইনে আবেদনপত্র (Application Form) যথাযথভাবে পূরণ করে নির্দেশনা মতে ছবি এবং স্বাক্ষর Upload করে আবেদপত্র submit করা সম্পন্ন হলে কম্পিউটারে ছবিসহ Application Preview দেখা যাবে। নির্ভুলভাবে আবেদনপত্র submit করা সম্পন্ন করা প্রার্থী User ID ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি Applicant’s copy পাবেন। যদি Applicant’s copy তে কোন তথ্য ভুল থাকে বা অস্পষ্ট ছবি (সম্পন্ন কালো/সম্পন্ন সাদা ঘোলা) বা ছবি/স্বাক্ষর সঠিক না থাকে তাহলে পূনরায় আবেদন করতে পারবেন। তবে আবেদন ফি জমাদানের পরে আর কোন পরিবর্তন/পরিমার্জন/পরিবর্ধন গ্রহণযোগ্য নয় বিধায় আবেদন ফি জমাদানের পূর্বে প্রার্থী অবশ্যই উক্ত Applicant’s copy তে তার সাম্প্রতিক তোলা রঙ্গিন ছবি, নির্ভুল তথ্য ও স্বাক্ষর সংযুক্ত থাকা ও এর সঠিকতার বিষয়টি পিডিএফ কপি ডাউনলোড পূর্বক নিশ্চিত করে রঙ্গিন প্রিন্ট করে সংরক্ষণ করবেন।
Applicant’s copy তে একটি User ID number দেওয়া থাকবে এবং User ID number ব্যবহার করে প্রার্থী নিন্মোক্ত পদ্ধতিতে যে কোন Teletalk Pre-Paid Mobile Number এর মাধ্যমে ০২ (দুই)টি SMS করে (ক্রমিক নং-০১ থেকে ০৬ নং এ বর্ণিত পদের ক্ষেত্রে আবেদন ফি বাবদ= ৬০০ টাকা এবং Teletalk সার্ভিস চার্জ বাবদ= ৬৯ টাকাসহ (অফেরযোগ্য) মোট =৬৬৯ টাকা, ক্রমিক নং-০৭ থেকে ০৯ নং এ বর্ণিত পদের ক্ষেত্রে আবেদন ফি বাবদ = ৫০০ টাকা এবং Teletalk সার্ভিস চার্জ বাবদ= ৫৮ টাকাসহ (অফেরযোগ্য) মোট =৫৫৮ টাকা পরীক্ষার ফি অনধিক ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে জমা দিবেন। বিশেষভাবে উল্লেখ্য, অনলাইনে আবেদন পত্রের সকল অংশ পূরণ করে submit করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইনে আবেদনপত্র কোন অবস্থাতেই গৃহীত হবে না।
ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩