কর অঞ্চল-সিলেট এর সরাসরি কোটায় ১৩ তম, ১৪তম, ১৬তম ও ২০ তম গ্রেড (তৃতীয় ও চতুর্থ শ্রেণি) এর ৮(আট) টি ক্যাটাগরির ৫০(পঞ্চাশ) টি শূন্যপদে লিখিত, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার সূচি, আসন বিন্যাস ও প্রবেশ পত্রের ডাউনলোড লিংক অবহিতকরণ। এতদ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, শাখা-৩(আয়কর) এর স্মারক তারিখ-১৫/০১/২০২৩ খ্রিঃ এর মাধ্যমে ছাড়পত্র প্রাপ্তির প্রেক্ষিতে কর কমিশনারের কার্যালয়, কর অঞ্চল-সিলেট এর ১৩তম গ্রেড হতে ২০তম গ্রেড (৩য় ও ৪র্থ শ্রেণির) এর মোট ৮(আট)টি ক্যাটাগরিতে ৫০(পঞ্চাশ)টি শূন্যপদে সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে জারিকৃত নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লিখিত পদসমূহের লিখিত, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা নিম্নে উল্লিখিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।
প্রবেশপত্র ডাউনলোডঃ syltax.teletalk.com.bd
সিলেট কর কমিশনার কার্যালয় পরীক্ষার সময়সূচি ২০২৩
উল্লিখিত সকল প্রার্থীর মুঠোফোনে ইতোমধ্যে ক্ষুদে বার্তা (SMS) প্রেরণের মাধ্যমে পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড সম্পর্কিত লিংকটি প্রেরণ করা হয়েছে। এ ছাড়াও কর অঞ্চল-সিলেট এর ওয়েবসাইট (www.taxeszonesylhet.com.bd) এর ডাউনলোড লিংক বা নিয়োগের প্রবেশপত্র ডাউনলোডের গুরুত্বপূর্ণ লিংক ব্যবহার করা যাবে। উক্ত পদসমূহে আবেদনকারীগণ নিম্নলিখিত লিংকটিতে প্রবেশ করে তাদের প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। এমতাবস্থায়, পরীক্ষার্থীগণকে উক্ত লিংক হতে প্রবেশপত্র ডাউনলোড ও রঙ্গিন প্রিন্ট করে প্রবেশপত্রে বর্ণিত নির্দেশনা অনুসরণপূর্বক যথাসময়ে পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনুরোধ করা হলো।
নিয়োগ সংক্রান্ত যে কোন বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।