জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে MOI নেওয়া যায় কিনা? MOI এর পূর্ণরুপ Medium of Instruction, যার বাংলা দাঁড়ায় পড়াশুনার মাধ্যম। আমরা সবাই জানি জাতীয় বিশ্ববিদ্যালয়ে বাংলা মাধ্যমে পড়াশুনা হয় (কিছু প্রফেশনাল কোর্স ব্যতীত)।
সুতরাং, মাধ্যম বাংলা দেখিয়ে MOI অবশ্যই নেওয়া যায়, আর যদি ইংরেজি মাধ্যম দেখিয়ে দুই নাম্বার গলি অনুসরণ করে কিছু বানিয়ে নেন সেটা অবশ্যই ক্রাইম। তাই ক্রাইম করার সময় অর্থাৎ যাত্রার শুরুতেই ক্রিমিনাল হওয়ার সময় নিজ দায়ীত্বে করবেন বা হবেন। আমি অনুরোধ করব এটি না করার জন্য কারণ কখনো ধরা পড়লে নিজের পাশাপাশি আপনি আপনার অনুজদের পথ দূর্গম করে তুললেন।
MOI দিয়ে ভালো কোথাও এডমিশন নিয়ে এরপর IELTS/TOEFL দিয়ে এম্বাসি ফেইস করবেন? বিশ্বাস রাখুন আপনার পথটাকে জটিল করে নিলেন আপনি। আর তাছাড়া যেহেতু এম্বাসিতেIELTS/TOEFL এর ফলাফল আপনাকে দেখাতেই হবে তাই অতি আবেগে MOI নিয়ে আদৌতে তেমন কোন লাভও নেই। অনেকেই যুক্তি দেন যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ইংরেজিতে পরীক্ষা দেওয়ার সুযোগ আছে, তার উত্তরে আমি বলব কেউ সেই সুযোগ নিতে শুনেছেন বা দেখেছেন?
নিলে সেটি সারা বংলাদেশে কতজন? সেটির পরিমান কি গণহারে MOI নেওয়ার মতো? আমার অন্তত জানা নেই। সব কথার শেষ কথা, IELTS দিতে ভয় পেলে বিদেশে পড়াশুনা আপনার জন্য নয়। জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে এক বছরে ২৫% ক্রেডিট কমপ্লিট করে ব্যাচেলরে আবেদন সম্ভব কিনা? হ্যাঁ সম্ভব। আমি আগেই বলেছি যে এটি একটি পূর্ণাঙ্গ পাবলিক বিশ্ববিদ্যালয়।