বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর) এর কম্পিউটার মুদ্রাক্ষরের গতি পরীক্ষার ফলাফল। লিখিত পরীক্ষার তারিখঃ ১ এপ্রিল ২০২৩। ১৯.০৩.২০২৩ হতে ২১.০৩.২০২৩ তারিখ পর্যন্ত অনুষ্ঠিত কম্পিউটার মুদ্রাক্ষরের গতি পরীক্ষার ফলাফল। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকের স্থায়ী এবং অস্থায়ী পদের কম্পিউটার মুদ্রাক্ষরের গতি পরীক্ষার ফলাফল সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য নির্দেশক্রমে জানানো যাচ্ছে যে, বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর)-এর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকের স্থায়ী এবং অস্থায়ী পদে জনবল নিয়োগের নিমিত্ত ১৯.০৩.২০২৩ হতে ২১.০৩.২০২৩ তারিখ পর্যন্ত অনুষ্ঠিত কম্পিউটার মুদ্রাক্ষরের গতি পরীক্ষায় নিম্নবর্ণিত রোল নম্বরধারী প্রার্থীগণ উত্তীর্ণ হয়েছেন।
বিসিএসআইআর কম্পিউটার মুদ্রাক্ষরের গতি পরীক্ষার ফলাফল ২০২৩
২. কম্পিউটার মুদ্রাক্ষরের গতি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের লিখিত পরীক্ষা আগামী ০১.০৪.২০২৩ খ্রিঃ তারিখ, শনিবার সকাল ১১:০০ টায় বিসিএসআইআর উচ্চ বিদ্যালয়, ড. কুদরাত-এ-খুদা সড়ক, ধানমন্ডি, ঢাকা-১২০৫-এ অনুষ্ঠিত হবে। উত্তীর্ণ প্রার্থীদেরকে যথাসময়ে লিখিত পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনুরোধ করা হলো।
৩. অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকের স্থায়ী এবং অস্থায়ী উভয় ধরণের পদের জন্য কম্পিউটার মুদ্রাক্ষরের গতি পরীক্ষায় যে সকল প্রার্থী উত্তীর্ণ হয়েছেন সে সকল প্রার্থীদেরকে লিখিত পরীক্ষার সময় লিখিত পরীক্ষার উত্তরপত্রের নির্ধারিত স্থানে তার স্থায়ী ও অস্থায়ী উভয় ধরণের পদের রোল নম্বর উল্লেখ করতে হবে।
৫. লিখিত পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীগণকে মূল প্রবেশ পত্র সংগে আনার জন্য অনুরোধ করা হলো।
৬. স্বাস্থ্য বিধি অনুসরণ করে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষায় অংশগ্রহণের জন্য পরীক্ষার্থীদেরকে কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।