শুরু হয়ে গেল মাস্টার্স ১ম পর্ব (নিয়মিত) ভর্তির প্রাথমিক আবেদন। চলবে ২৭/০৩/২০২৩ তারিখ রাত ১২টা পর্যন্ত।
অনলাইনে প্রাথমিক আবেদন করে কলেজ নোটিশ অনুসরণ করে ৩০০/- ফি ও কাগজপত্র জমা দিতে হবে আবেদন করার লিংকঃ National University Admission System (nu.edu.bd)
প্রিলিমিনারী টু মাস্টার্স আবেদন লিংক ২০২৩ – app1.nu.edu.bd
অনলাইনে আবেদন করতে যা যা লাগবেঃ
- আবেদন লিংকঃ http://app5.nu.edu.bd/nu-web/msapplication
- ডিগ্রি ৩য় বর্ষ পরীক্ষার রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর।
- সদ্যতোলা ১ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, সচল মোবাইল নং।
- দ্বৈত ভর্তি সংক্রান্ত অঙ্গীকারনামা।(হাতে পূরণ করে আপলোড করতে হবে)
- আবেদন ফরমের সাথে কলেজে যা যা জমা দিতে হবেঃ(কলেজ নোটিশ অনুসরণ করবেন)
- নিজের স্বাক্ষরযুক্ত অনলাইনে প্রাপ্ত আবেদন কপি।
- ডিগ্রি পাস পরীক্ষার সিজিপিএ নম্বরপত্র ও ডিগ্রি রেজিষ্ট্রেশন কার্ডের ফটোকপি।
- দ্বৈত ভর্তি সংক্রান্ত অঙ্গীকারনামা এর কপি।
- ফি ৩০০ টাকা।
প্রিলিমিনারী টু মাস্টার্স কোর্স তথ্যঃ
- প্রিলিমিনারি টু মাস্টার্স (প্রাইভেট) ও (নিয়মিত) উভয়ের ক্ষেত্রে সার্টিফিকেটের মান সমান, চাকরির ক্ষেত্রে দুটোই সমান মূল্যায়ন করা হয়।
- মাস্টার্স ১ম পর্ব(প্রাইভেট) কোর্সে ক্লাসের ব্যবস্থা নাই,তাই ক্লাস করতে হয় না। চাকুরিজীবীদের জন্য এটাই শ্রেয়।
- মাস্টার্স(নিয়মিত) কোর্সে ভর্তির সুযোগ না হলে প্রাইভেট কোর্সে সহজেই ভর্তি হওয়া যাবে। প্রাইভেট কোর্সের ভর্তির পদ্ধতিও সহজ, অনলাইনে আবেদন করার পর, আবেদনের অনলাইন প্রিন্টকপিসহ প্রয়োজনীয় কাগজপত্র ও টাকা কলেজে জমা দিয়ে ভর্তি সম্পন্ন করা যায়।
- ৩ বছর মেয়াদী ডিগ্রি (পাস) পরীক্ষায় ন্যূনতম সিজিপিএ ২.২৫ প্রাপ্ত শিক্ষার্থীরা প্রিলিমিনারী টু মাস্টার্স (প্রাইভেট) ও (নিয়মিত) প্রোগ্রামে আবেদন করতে পারবে। ডিগ্রিতে পঠিত ৩টি বিষয়ের মধ্যে থেকে যেকোনো একটি বিষয়ে ভর্তি হওয়া যাবে!
- মাস্টার্স নিয়মিত ও প্রাইভেট কোর্স উভয়ের ক্ষেত্রে রেজিস্ট্রেশনের মেয়াদ হবে তিন (০৩) বছর।
- প্রিলিমিনারী টু মাস্টার্স নিয়মিত ও প্রাইভেট কোর্সের সিলেবাস, পরীক্ষার মান/মার্কস একই! উভয়ের একইসাথে একই পদ্ধতিতে ফর্মপূরন,পরীক্ষা, এবং রেজাল্ট হয়।
- মাস্টার্স নিয়মিত কোর্সের শিক্ষার্থীদের টার্ম-পেপার,সাময়িকী ও নির্বাচনী/টেস্ট পরিক্ষা দিতে হয়। প্রাইভেট কোর্সের শিক্ষার্থীদের টার্ম-পেপার,সাময়িকী ও নির্বাচনী/টেস্ট পরিক্ষা দিতে হয় নাহ। উভয়ক্ষেত্রে অবশ্যই ইনকোর্স পরীক্ষা দিতে হবে। উভয়ক্ষেত্রে ভাইবা পরিক্ষা দিতে হবে।
- টার্ম-পেপার, ব্যবহারিক ও মাঠকর্ম আছে এমন বিষয় প্রাইভেটের শিক্ষার্থীরা নিতে পারবে না। বিশেষ করে বিজ্ঞান বিষয়ের শিক্ষার্থীদের প্রাইভেট কোর্সে ভর্তির সুযোগ নেই।
- মাস্টার্স প্রাইভেট কোর্সের শিক্ষার্থীদের মৌখিক পরিক্ষা ৪ ক্রেডিটের হয়ে থাকে এবং মাস্টার্স নিয়মিত শিক্ষার্থীদের মৌখিক পরিক্ষা হবে ২ ক্রেডিটের ও টার্ম-পেপার ২ ক্রেডিটের।
- প্রিলিমিনারী টু মাস্টার্স প্রাইভেটের এডমিশন ফি সরকারি কলেজে ১৫০০/- এর মধ্যে! মাস্টার্স নিয়মিত কোর্সের এডমিশন ফি সাড়ে ৪ হাজারের মধ্যে হয়! বেসরকারি কলেজে একটু তুলনামূলক বেশি হতে পারে।
- বাংলাদেশের সব কলেজে প্রাইভেট প্রোগ্রাম থাকে না। সারা বাংলাদেশে মাত্র ৫৮টি কলেজে প্রিলিমিনারী টু মাস্টার্স প্রাইভেট কোর্সের সুবিধা আছে!
- প্রিলিমিনারী টু মাস্টার্স প্রাইভেট কোর্সের শিক্ষার্থীরা কোর্স শেষে মাস্টার্স শেষ পর্ব (প্রাইভেট) প্রোগ্রামে এডমিশন নিতে হবে, মাস্টার্স শেষ পর্ব (নিয়মিত) প্রোগ্রামে সুযোগ নেই।
- চলতি বছরের প্রিলিমিনারী টু মাস্টার্স (নিয়মিত) প্রোগ্রামে ভর্তির জন্য অনলাইনে প্রাথমিক আবেদনের করা যাবে আজ ১৬/০৩/২০২৩ইং তারিখ বিকাল ৪টা থেকে ২৭/০৩/২০২৩ইং তারিখ রাত ১২টা পর্যন্ত।