১৬ মার্চ থেকে শুরু হতে যাওয়া মাস্টার্স ১ম পর্ব (নিয়মিত) কোর্সের ভর্তিতে, প্রয়োজনীয় দ্বৈত ভর্তি সংক্রান্ত অঙ্গীকারনামা, যা অবশ্যই হাতে পূরণ করে স্ক্যান করে অনলাইন আবেদনের সময় আপলোড করতে হবে। ডিগ্রি শেষ করে মাস্টার্স ১ম পর্বে ভর্তি সম্পর্কে জেনে রাখুন (১৬ মার্চ থেকে ২৭ মার্চ)। ডিগ্রির বিএসসির স্টুডেন্টরা অবশ্যই নিয়মিত কোর্সে আবেদন করে ভর্তি হবেন! সায়েন্স এর কোনো বিষয় প্রাইভেট কোর্সে নেই,ভর্তির সুযোগ পাবেন নাহ। যেকোনো ১টি কলেজে আবেদন করতে পারবেন। ফি ৩০০/-।
নিয়মিত কোর্সে চান্স নাহ হলে প্রাইভেট কোর্সে আবেদন করে সরাসরি এডমিশন নিতে পারবেন। ২০১৬ থেকে ২০২০ সালে ডিগ্রি(পাস) পরীক্ষায় ন্যূনতম সিজিপিএ ২.২৫ প্রাপ্ত সকল শিক্ষার্থীরা আবেদন করতে পারবে।
আরও পড়ুনঃ প্রিলিমিনারি টু মাস্টার্স ভর্তি ২০২৩
প্রিলিমিনারি টু মাস্টার্স অঙ্গীকারনামা ২০২৩ pdf Download
অঙ্গীকারনামার পিডিএফ ফাইলঃ Download ongikarma pdf
যেকোনো কম্পিউটার দোকান থেকে অঙ্গীকারনামার প্রিন্ট কপি বের নিতে পারবেন। দ্বৈত ভর্তি সংক্রান্ত অঙ্গীকারনামায়,
- ৬ নং এ স্নাতক (পাস) দিবেন,
- ৭ নং এ যে সালে আপনি ডিগ্রি পাশ করেছেন তা লিখবেন।
- ৮ নং এ ডিগ্রি ৩য় বর্ষের রোল নম্বর।
- ১০ নং এ যে কলেজ থেকে ডিগ্রি পাস করেছেন সেই কলেজ এর নাম।
- ১১ নং এ প্রাপ্ত সিজিপিএ দিবেন।
- ১২ নং এ মোট নম্বর/স্কেল এর জায়গায় সিজিপিএ ৪.০০ দিবেন।
অনলাইনে আবেদন করতে যা যা লাগবেঃ
- ডিগ্রি ৩য় বর্ষ পরীক্ষার রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর।
- সদ্যতোলা ১ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, সচল মোবাইল নং।
- দ্বৈত ভর্তি সংক্রান্ত অঙ্গীকারনামা।
আবেদন ফরমের সাথে কলেজে যা যা জমা দিতে হবেঃ
- কলেজ নোটিশ অনুসরণ করবেন
- নিজের স্বাক্ষরযুক্ত অনলাইনে প্রাপ্ত আবেদন কপি।
- ডিগ্রি পাস পরীক্ষার সিজিপিএ নম্বরপত্র ও রেজিষ্ট্রেশন কার্ডের সত্যায়িত ফটোকপি
- দ্বৈত ভর্তি সংক্রান্ত অঙ্গীকারনামা এর কপি।
- ফি ৩০০ টাকা।
অনলাইনে প্রাথমিক আবেদনের করা যাবে ১৬/০৩/২০২৩ইং তারিখ বিকাল ৪টা থেকে ২৭/০৩/২০২৩ইং তারিখ রাত ১২টা পর্যন্ত। যেকোনো ১ টি কলেজে আবেদন করতে পারবেন। মেধা তালিকায় স্থান নাহ হলে রিলিজ স্লিপে ৩টি কলেজে আবেদন করার সুযোগ পাবেন।
খুব সহজে নিজ শহরে চাকরি খুঁজতে সম্ভব এপস ডাউনলোড করুন!