জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন কিছু নিয়ম। তত্বীয় ও ইনকোর্স মিলে ৪০ পেলে পাশ। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স, ডিগ্রি ও মাস্টার্স পরীক্ষায় তত্বীয় ও ইনকোর্স মিলে ৪০ পেলেই পাস করবে। তত্বীয় ও ইনকোর্সে আলাদা আলাদা পাস করতে হবে না।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন কিছু নিয়ম
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১০০ নম্বরের মূল্যায়ন পরীক্ষায় ইনকোর্সে ২০ আর ৮০ নম্বরেরর তত্ত্বীয় লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ দুইটা মিলে কোন শিক্ষার্থী ৪০ পেলে পাস করবেন। কেউ যদি ইনকোর্সে শূণ্য (০) পেয়েও তত্বীয় পরীক্ষায় ৮০ এর মধ্যে ৪০ পায় তিনি পাশ করবেন। অর্থাৎ ইনকোর্সের ২০ আর তত্ত্বীয় ৮০ নম্বরের মধ্যে দুইটা মিলে ৪০ পেলেই হবে।
ইনকোর্সে শুন্য (০) পেলেও পাশ। কেউ যদি ইনকোর্সে ০ পেয়েও তত্বীয়তে ৮০ নম্বরের মধ্যে ৪০ পায় তিনি পাস করবে। অথবা কেউ ইনকোর্সে ২০ এবং তত্বীয়তে ২০ মিলে ৪০ পায় তাহলেও তিনি পাস করবেন। পূর্বে ইনকোর্সে ও তত্বীয় পরীক্ষায় আলাদাভাবে পাস করতে হতো।
ইনকোর্স বাতিল হবে না। ২০২০-২১ শিক্ষাবর্ষের ইনকোর্স পরীক্ষা বাতিল হচ্ছে না। এর আগে ২০২০ সালের ৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের ৯১তম সভায় ইনকোর্স পরীক্ষার পরিবর্তে শিক্ষার্থীদের ৫০ ও ১০০ নম্বরের পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছিল। ৯৪তম সভায় সেই সিদ্ধান্ত বাতিল করা হয়েছে।
সোমবার (২৪ অক্টোবর ২০২২) জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৯৪ তম একাডেমিক কাউন্সিল সভায় এ সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২১ সালের ৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের ৯১তম সভার সিদ্ধান্ত অনুযায়ী ২০২০-২১ শিক্ষাবর্ষের ইনকোর্স পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার করা হলো।
খুব সহজে নিজ শহরে চাকরি খুঁজতে সম্ভব এপস ডাউনলোড করুন!