রাজশাহী জেলা জজ আদালত নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩

রাজশাহী জেলা জজ আদালতের নিম্নবর্ণিত শূণ্য পদে সরাসরি জনবল নিয়োগের নিমিত্ত নিম্নবর্ণিত শর্তসাপেক্ষে উল্লেখিত পদের বিপরীতে বর্ণিত যোগ্যতাসম্পন্ন বাংলাদেশী নাগরিকদের নিকট হতে স্বহস্তে লিখিত দরখাস্ত আহবান করা যাচ্ছে।

 

পদের নাম  পদসংখ্যাঃ

  • ১। স্টেনোগ্রাফার কাম-কম্পিউটার অপারেটর-০১
  • ২। নিম্নমান সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক এবং সমমান- ০৫
  • ৩। ড্রাইভার-০২
  • ৪। জারীকারক-০২ 
  • ৫। অফিস সহায়ক-০১

রাজশাহী জেলা জজ আদালত নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩

রাজশাহী জেলা জজ আদালত নিয়োগ শর্তাবলীঃ

০১। প্রার্থীকে জেলা জজ, রাজশাহী বরাবর স্বহস্তে লিখিত আবেদনপত্রে

  • (ক) প্রার্থীর নাম,
  • (খ) পিতা/স্বামীর নাম,
  • (গ) মাতার নাম,
  • (ঘ) স্থায়ী ঠিকানা,
  • (ঙ) বর্তমান ঠিকানা,
  • (চ) জন্ম তারিখ,
  • (ছ) ১০-৪-২০২ খ্রিঃ তারিখে বয়স,
  • (জ) জাতীয়তা,
  • (ঝ) জাতীয় পরিচয় পত্র নম্বর
  • (ঞ) ধর্ম,
  • (ট) নিজ জেলা,
  • (ঠ) মোবাইল নম্বর,
  • (ড) শিক্ষাগত যোগ্যতা
  • (ঢ) অভিজ্ঞতা (যদি থাকে) উল্লেখ করতে হবে।

০২ । আবেদন পত্র চেয়ারম্যান, নিয়োগ সংক্রান্ত বাছাই কমিটি, অতিরিক্ত জেলা জজ এর আদালত, রাজশাহী
বরাবর আগামী ১০-৪-২০২ খ্রিঃ তারিখ বেলা ০৫:০০ ঘটিকার মধ্যে অফিস চলাকালীন সময়ে ডাকযোগে
অথবা সরাসরি উক্ত অফিসে রক্ষিত বাক্স পৌঁছাতে হবে। উক্ত তারিখ ও সময়ের পর কোন আবেদনপত্র
গ্রহণ করা হবে না ।

০৩। আগামী ১০-৪-২০২খ্রিঃ তারিখে প্রার্থীর বয়স ১৮-৩০ বৎসর হতে হবে। বয়সের ক্ষেত্রে এফিডেভিট
গ্রহণযোগ্য হবে না ।

০৪. আবেদনপত্রের সাথে নিম্নলিখিত কাগজপত্র সংযুক্ত করতে হবে।

  • ক. শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের সত্যায়িত অনুলিপি ।
  • খ. প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত সদ্য তোলা ০৩ (তিন) কপি পাসপোর্ট সাইজের রঙিন
    ছবি ।
  • গ. প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র ।
  • ঘ. স্থানীয় সিটি কর্পোরেশনের মেয়র/ ওয়ার্ড কাউন্সিলর/পৌরসভার মেয়র/ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান
    কর্তৃক প্রদত্ত নাগরিকত্বের সনদপত্র।
  • ঙ. জাতীয় পরিচয় পত্র/ জন্ম নিবন্ধন সনদপত্রের সত্যায়িত অনুলিপি ।
  • চ. প্রার্থীর নাম-ঠিকানাসহ ১০ (দশ) টাকার ডাকটিকিট সম্বলিত ৯.৫ ইঞ্চি x ৪.৫ ইঞ্চি মাপের একটি ফেরত খাম ।

০৫। চাকুরীরত প্রার্থীকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে।

০৬। পরীক্ষার ফি বাবদ প্রতিটি পদের জন্য ১৫০/- (একশত পঞ্চাশ) টাকা “চেয়ারম্যান, নিয়োগ সংক্রান্ত বাছাই
কমিটি, জেলা জজ আদালত, রাজশাহী, হিসাব নং-৪৬১৯৩০২০০০৮৩৪, সোনালী ব্যাংক লিঃ, কোর্ট বিল্ডিং শাখা, রাজশাহী” বরাবর পেমেন্ট অর্ডার/ডিডি / সরাসরি ভাউচারের মাধ্যমে জমা করতে হবে । টাকা জমার মূল রশিদ আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে ।

০৭। ত্রুটিপূর্ণ আবেদনপত্র বাতিল বলে গণ্য হূবে ।

০৮। উপযুক্ত প্রার্থীদের লিখিত ও অন্যান্য পরীক্ষার তারিখ, সময় ও স্থান প্রবেশ পত্রের মাধ্যমে জানানো হবে
এবং rajshahi judiciary.org.bd ওয়েব সাইটে প্রকাশ করা হবে।

৩৯ । সাক্ষাৎকারের সময় প্রার্থীকে অবশ্যই শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য সকল সনদের মূল কপি প্রদর্শন করতে হবে।

১০। পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না ।

১১। খামের উপর অবশ্যই পদের নাম স্পষ্টাক্ষরে উল্লেখ করতে হবে।

১২। বিজ্ঞাপিত পদের সংখ্যা প্রয়োজনে কম/বেশী করার এবং এই বিজ্ঞপ্তি আংশিক বা সম্পূর্ণ বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করেন।

১৩। প্রচলিত নিয়োগ বিধি/ সরকারের অপরাপর বিধি/আদেশ আনুষ্ঠানিকতা যথাযথভাবে অনুসরণ করা হবে।

১৪। নিয়োগ সংক্রান্ত বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে ।

About Nazmul Hasan

Hi! I'm Nazmul Hasan. From Koyra, Khulna. I'm Student of Under National University of Govt. B. L. College, Khulna, Department of Political Science....

Check Also

DC Office Job Circular ডিসি অফিস

গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ ফলাফল ২০২৪

গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ ফলাফল কিভাবে জানবেন? আপনি গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগের ফলাফল …