রাজশাহী জেলা জজ আদালতের নিম্নবর্ণিত শূণ্য পদে সরাসরি জনবল নিয়োগের নিমিত্ত নিম্নবর্ণিত শর্তসাপেক্ষে উল্লেখিত পদের বিপরীতে বর্ণিত যোগ্যতাসম্পন্ন বাংলাদেশী নাগরিকদের নিকট হতে স্বহস্তে লিখিত দরখাস্ত আহবান করা যাচ্ছে।
পদের নাম ও পদসংখ্যাঃ
- ১। স্টেনোগ্রাফার কাম-কম্পিউটার অপারেটর-০১
- ২। নিম্নমান সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক এবং সমমান- ০৫
- ৩। ড্রাইভার-০২
- ৪। জারীকারক-০২
- ৫। অফিস সহায়ক-০১
রাজশাহী জেলা জজ আদালত নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩
রাজশাহী জেলা জজ আদালত নিয়োগ শর্তাবলীঃ
০১। প্রার্থীকে জেলা জজ, রাজশাহী বরাবর স্বহস্তে লিখিত আবেদনপত্রে
- (ক) প্রার্থীর নাম,
- (খ) পিতা/স্বামীর নাম,
- (গ) মাতার নাম,
- (ঘ) স্থায়ী ঠিকানা,
- (ঙ) বর্তমান ঠিকানা,
- (চ) জন্ম তারিখ,
- (ছ) ১০-৪-২০২ খ্রিঃ তারিখে বয়স,
- (জ) জাতীয়তা,
- (ঝ) জাতীয় পরিচয় পত্র নম্বর
- (ঞ) ধর্ম,
- (ট) নিজ জেলা,
- (ঠ) মোবাইল নম্বর,
- (ড) শিক্ষাগত যোগ্যতা
- (ঢ) অভিজ্ঞতা (যদি থাকে) উল্লেখ করতে হবে।
০২ । আবেদন পত্র চেয়ারম্যান, নিয়োগ সংক্রান্ত বাছাই কমিটি, অতিরিক্ত জেলা জজ এর আদালত, রাজশাহী
বরাবর আগামী ১০-৪-২০২ খ্রিঃ তারিখ বেলা ০৫:০০ ঘটিকার মধ্যে অফিস চলাকালীন সময়ে ডাকযোগে
অথবা সরাসরি উক্ত অফিসে রক্ষিত বাক্স পৌঁছাতে হবে। উক্ত তারিখ ও সময়ের পর কোন আবেদনপত্র
গ্রহণ করা হবে না ।
০৩। আগামী ১০-৪-২০২খ্রিঃ তারিখে প্রার্থীর বয়স ১৮-৩০ বৎসর হতে হবে। বয়সের ক্ষেত্রে এফিডেভিট
গ্রহণযোগ্য হবে না ।
০৪. আবেদনপত্রের সাথে নিম্নলিখিত কাগজপত্র সংযুক্ত করতে হবে।
- ক. শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের সত্যায়িত অনুলিপি ।
- খ. প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত সদ্য তোলা ০৩ (তিন) কপি পাসপোর্ট সাইজের রঙিন
ছবি । - গ. প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র ।
- ঘ. স্থানীয় সিটি কর্পোরেশনের মেয়র/ ওয়ার্ড কাউন্সিলর/পৌরসভার মেয়র/ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান
কর্তৃক প্রদত্ত নাগরিকত্বের সনদপত্র। - ঙ. জাতীয় পরিচয় পত্র/ জন্ম নিবন্ধন সনদপত্রের সত্যায়িত অনুলিপি ।
- চ. প্রার্থীর নাম-ঠিকানাসহ ১০ (দশ) টাকার ডাকটিকিট সম্বলিত ৯.৫ ইঞ্চি x ৪.৫ ইঞ্চি মাপের একটি ফেরত খাম ।
০৫। চাকুরীরত প্রার্থীকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে।
০৬। পরীক্ষার ফি বাবদ প্রতিটি পদের জন্য ১৫০/- (একশত পঞ্চাশ) টাকা “চেয়ারম্যান, নিয়োগ সংক্রান্ত বাছাই
কমিটি, জেলা জজ আদালত, রাজশাহী, হিসাব নং-৪৬১৯৩০২০০০৮৩৪, সোনালী ব্যাংক লিঃ, কোর্ট বিল্ডিং শাখা, রাজশাহী” বরাবর পেমেন্ট অর্ডার/ডিডি / সরাসরি ভাউচারের মাধ্যমে জমা করতে হবে । টাকা জমার মূল রশিদ আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে ।
০৭। ত্রুটিপূর্ণ আবেদনপত্র বাতিল বলে গণ্য হূবে ।
০৮। উপযুক্ত প্রার্থীদের লিখিত ও অন্যান্য পরীক্ষার তারিখ, সময় ও স্থান প্রবেশ পত্রের মাধ্যমে জানানো হবে
এবং rajshahi judiciary.org.bd ওয়েব সাইটে প্রকাশ করা হবে।
৩৯ । সাক্ষাৎকারের সময় প্রার্থীকে অবশ্যই শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য সকল সনদের মূল কপি প্রদর্শন করতে হবে।
১০। পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না ।
১১। খামের উপর অবশ্যই পদের নাম স্পষ্টাক্ষরে উল্লেখ করতে হবে।
১২। বিজ্ঞাপিত পদের সংখ্যা প্রয়োজনে কম/বেশী করার এবং এই বিজ্ঞপ্তি আংশিক বা সম্পূর্ণ বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করেন।
১৩। প্রচলিত নিয়োগ বিধি/ সরকারের অপরাপর বিধি/আদেশ আনুষ্ঠানিকতা যথাযথভাবে অনুসরণ করা হবে।
১৪। নিয়োগ সংক্রান্ত বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে ।