খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরোর নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন শুরু ২০-০৩-২০২৩ থেকে এবং আবেদন করা যাবে ০৬-০৪-২০২৩ পর্যন্ত। খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরো (বিএমডি)’র রাজস্ব খাতভুক্ত নিম্নবর্ণিত শূন্য পদসমূহে অস্থায়ী ভিত্তিতে নিয়োগের মাধ্যমে পূরণের জন্য বাংলাদেশের স্থায়ী নাগরিকগণের নিকট হতে http://bomd.teletalk.com.bd ওয়েবসাইটে Online-এ দরখাস্ত আহবান করা যাচ্ছে।
প্রার্থীর বয়স 01.03.20২৩ খ্রি. তারিখে অবশ্যই ১৮-৩০ বছরের মধ্যে থাকতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধা/শহিদ মুক্তিযোদ্ধাদের পুত্র-কন্যা এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে সরকারি বিধি অনুযায়ী ৩২ বৎসর পর্যন্ত শিথিলযোগ্য। উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা/শহিদ মুক্তিযোদ্ধাদের পুত্র-কন্যার পুত্র/কন্যাদের ক্ষেত্রে ৩০ বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়। সরকারি/আধা সরকারি/স্বায়ত্তশাসিত সংস্থায় চাকরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে।
পদের নাম ও পদসংখ্যা
- ১। সাঁটলিপিকার-কাম-কম্পিউটার অপারেটর-০১
- ২। উচ্চমান সহকারী-০১
- ৩। কম্পিউটার অপারেটর/পিএ-০২
- ৪। ড্রাইভার-০২
খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরোর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩
(উল্লিখিত পদসমূহে আবেদনের ক্ষেত্রে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২২-০৯-২০২২ খ্রি. তারিখের স্মারকের পত্র অনুযায়ী প্রার্থীদের বয়স ২৫-০৩-২০২০ খ্রি. তারিখে সর্বোচ্চ বয়সসীমার মধ্যে থাকলে উক্ত প্রার্থীগণ আবেদন করার সুযোগ পাবেন)।