এইচএসসি পাশ করে থাকলে তার পড়ার অপশন অনেকগুলো আছে। এইচএসসি পাশ করে যে যে কোর্স করা যাবে | এইচএসসি পাশ কিসে পড়া যাবে?
এইচএসসি পাশ কিসে পড়া যাবে?
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স প্রফেশনাল (এটাতে এইচএসসি পর তিন বার ভর্তির সুযোগ থাকে)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রি পাস নিয়মিত/ প্রাইভেট
- বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স ( বাংলা, ইতিহাস, দর্শন,ইসলাম শিক্ষা, আইন, কম্পিউটার সায়েন্স, ফুড)। ঢাকায় পড়তে হবে। ভর্তি পরীক্ষা নিবে।
- বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে বিবিএ ইংরেজি মাধ্যম। ভর্তি পরীক্ষা নিবে।
- বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে বিবিএ বাংলা মাধ্যম। ভাইবা নেবে। ভর্তি চলমান।
- বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে বিএ/বিএসএস /বিবিএস (ডিগ্রি পাস) সরাসরি ভর্তি।
- প্রাইভেট ভার্সিটি