সুন্দরবন গ্যাস কোম্পানী লিমিটেড (এসজিসিএল)-এর শূন্য পদের বিপরীতে সরাসরি পদ্ধতিতে জনবল নিয়োগের লক্ষ্যে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির বিপরীতে ২৫-০২-২০২৩ ও ০৪-০৩-২০২৩ তারিখে অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময়সূচী। পেট্রোবাংলার পত্র স্মারক তারিখ: 06/10/2021 উপর্যুক্ত বিষয় এবং সূত্রস্থ পত্রের পরিপ্রেক্ষিতে আপনার সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে,
সুন্দরবন গ্যাস কোম্পানী লিমিটেড (এসজিসিএল)-এর নিয়োগ বিজ্ঞপ্তি ১৩-১০-২০২২ এর বিপরীতে চিকিৎসা সহকারী, সার্ভেয়ার ও সিনিয়র টেকনিশিয়ান পদের ০৪-০৩-২০২৩ তারিখে অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় এবং সিনিয়র স্টোর কিপার, স্টোর কিপার, রেকর্ড কিপার, জুনিয়র স্টোর কিপার এবং জুনিয়র রেকর্ড কিপার পদের ২৫-০২-২০২৩ তারিখে অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা নিম্নবর্ণিত সময়সূচী অনুসারে এসজিসিএল লিয়াজো অফিস, পেট্রোসেন্টার (লেভেল-১৩), ৩ কাওরান বাজার বা/এ, ঢাকা-১২১৫-এ অনুষ্ঠিত হবে।
সুন্দরবন গ্যাস কোম্পানী লিমিটেড মৌখিক পরীক্ষার সময়সূচী ২০২৩
২। আবেদনপত্রে প্রার্থীর উল্লিখিত তথ্য প্রমাণের জন্য আবশ্যিকভাবে নিম্নলিখিত কাগজপত্র/সার্টিফিকেট-এর মূল কপি মৌখিক পরীক্ষা গ্রহণকারী কমিটি/কর্তৃপক্ষের নিকট উপস্থাপন করতে হবে এবং সরকারি/স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের ৯ম ও তদুর্দ্ধ গ্রেডভুক্ত (প্রথম শ্রেণি) কর্মকর্তা কর্তৃক সত্যায়িত একসেট ফটোকপি দাখিল করতে হবে:
- (ক) শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা (যদি থাকে)-এর সকল মূল সার্টিফিকেট;
- (খ) সরকারি/স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের ৯ম ও তদুর্দ্ধ গ্রেডভুক্ত (প্রথম শ্রেণি) কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সার্টিফিকেট;
- (গ) ইউনিয়ন পরিষদ-এর চেয়ারম্যান বা গৌরসভা/সিটি করপোরেশন-এর মেয়র বা ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রার্থীর নিজ জেলা উল্লেখপূর্বক প্রদত্ত নাগরিকত্ব সার্টিফিকেট;
- (ঘ) জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধন সনদপত্র (প্রার্থী কর্তৃক চাকরির আবেদনপত্রে যে তথ্য প্রদান করা হবে)-এর মূল কপি;
- (ঙ) ‘O Level’ এবং ‘A Level’ পাস প্রার্থীর ক্ষেত্রে বাংলাদেশের শিক্ষা বোর্ড হতে ইস্যুকৃত সমমান সার্টিফিকেট
(Equivalent Certificate) এবং বিদেশী বিশ্ববিদ্যালয় হতে অর্জিত ডিগ্রীর ক্ষেত্রে দেশের শিক্ষা
মন্ত্রণালয়/সংশ্লিষ্ট কোনো দেশী বিশ্ববিদ্যালয়/বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (UGC) হতে ইস্যুকৃত সমমান সার্টিফিকেট (Equivalent Certificate); - (চ) সরকারি/আধা-সরকারি/স্বায়ত্তশাসিত সংস্থায় চাকরিরত প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের অনুমতিপত্র;
- (ছ) সদ্য তোলা তিন কপি রঙ্গিন পাসপোর্ট সাইজ ছবি;
- (জ) Applicant’s Copy এবং প্রবেশপত্রের কপি;
- (ঝ) কোটা দাবীর সমর্থনে সরকারের সর্বশেষ নীতিমালা অনুযায়ী যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ/প্রমাণপত্র।
০৩। মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।
০৪। নির্ধারিত সময়ে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণে ব্যর্থ হলে প্রার্থীর প্রার্থিতা বাতিল বলে গণ্য হবে।