কৃষি বিপণন অধিদপ্তরের সাঁটলিপিকার-কাম-কম্পিউটার অপারেটর এবং অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ব্যবহারিক পরীক্ষা গ্রহণ। কৃষি বিপণন অধিদপ্তরে সরাসরি জনবল নিয়োগের নিমিত্ত 24/02/20২৩ খ্রিঃ তারিখে গৃহীত লিখিত পরীক্ষায় উত্তীর্ণ সাঁটলিপিকার-কাম-কম্পিউটার অপারেটর এবং ০৩/০৩/২০২৩ খ্রিঃ তারিখে গৃহীত লিখিত পরীক্ষায় উত্তীর্ণ অফিস সহকারী-কাম- কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের নিম্নবর্ণিত রোল নম্বরধারীগণের সাঁটলিপি/কম্পিউটার মুদ্রাক্ষর (ব্যবহারিক) পরীক্ষা নিম্নবর্ণিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।
ব্যবহারিক পরীক্ষার জন্য পৃথকভাবে কোনো ইন্টারভিউ কার্ড ইস্যু করা হবে না। তবে ব্যবহারিক পরীক্ষার সময় ইতোপূর্বে অনুষ্ঠিত লিখিত পরীক্ষার প্রবেশপত্র সঙ্গে আনতে হবে। ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণকারীগণকে যথাযথভাবে স্বাস্থ্যবিধি মেনে মাস্ক পরিধান করে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। ব্যবহারিক পরীক্ষা শুরুর ০১ ঘন্টা পূর্বে উল্লিখিত স্থানে রিপোর্ট করতে হবে।
কৃষি বিপণন অধিদপ্তরের নিয়োগের ব্যবহারিক পরীক্ষার সময়সূচি ২০২৩