জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের E-mail ব্যবহারের নিয়মাবলী

জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের E-mail ব্যবহারের নিয়মাবলী। শিক্ষার্থীদের E-mail এ্যাড্রেস ব্যবহারের নিয়মাবলী দেখুন। প্রতিটি শিক্ষার্থীর রেজিস্ট্রেশন কার্ডে তার ই-মেইল এ্যাড্রেস দেওয়া হয়েছে। উক্ত ই-মেইল এ্যাড্রেস এর পাসওয়ার্ড হবে শূন্য (০) সহ রেজিস্ট্রেশন কার্ডে প্রিন্ট করা ৭ ডিজিটের সিরিয়াল নাম্বার। উদাহরণ- শিক্ষার্থীর রেজিস্ট্রেশন নাম্বার 12345678987 এবং রেজিস্ট্রেশন কার্ডে প্রিন্ট করা সিরিয়াল নাম্বার 1234567 হবে Email: s12345678987@nu.ac.bd, Password 01234567 হবে।

 

জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের E-mail ব্যবহারের নিয়মাবলী

 

ই-মেইল লগইন করার নিয়ম: যে কোন ব্রাউজার থেকে www.gmail.com এ প্রবেশ করে শিক্ষার্থীর ইমেইল এ্যাড্রেস ও পাসওয়ার্ড লিখে লগইন করতে হবে। যদি কারো একই ব্রাউজারে অন্য কোন জিমেইল একাউন্টে লগইন করা থাকে, তাহলে জিমেইল উইন্ডোর উপরে (ডানপাশে) Google Account অপশন থেকে Add another account এ ক্লিক করলে সাইন ইন অপশন পাওয়া যাবে।

 

শিক্ষার্থী প্রথমবার লগইন করার পরে পাসওয়ার্ড পরিবর্তন করতে পারবে। এ সংক্রান্ত যে কোন সহায়তা পেতে এই অফিসিয়াল ই-মেইল (email_support@nu.ac.bd) এ্যাড্রেসে যোগাযোগ করতে হবে। শিক্ষার্থীদের সাথে পরবর্তী সকল যোগাযোগ এই অফিসিয়াল ইমেইল এ্যাড্রেসের মাধ্যমে করা হবে ।

About Nazmul Hasan

Hi! I'm Nazmul Hasan. From Koyra, Khulna. I'm Student of Under National University of Govt. B. L. College, Khulna, Department of Political Science....

Check Also

ডিগ্রি ১ম বর্ষ ফরম ফিলাপ ২০২২

ডিগ্রি ১ম বর্ষের রেজাল্ট ২০২৪ | ডিগ্রি ১ম বর্ষের রেজাল্ট দেখব কিভাবে?

২০২১-২০২২ সেশনের ডিগ্রি প্রথম বর্ষের ফলাফল জাতীয় বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। ২০২২ সালের ডিগ্রি প্রথম …