পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ ন্যাশনাল হারবেরিয়ামের ‘আর্টিস্ট কাম ইলাস্ট্রেটর’ [৯ম গ্রেড] পদের প্রার্থীদের সাক্ষাৎকার/মৌখিক পরীক্ষার সময়সূচি। সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ ন্যাশনাল হারবেরিযামের ‘আর্টিস্ট কাম ইলাস্ট্রেটর [৯ম গ্রেড] [বিজ্ঞপ্তির তারিখ: 23.12.2011; ক্রমিক নম্বর: ১৭৯] পদের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ২৩ জন প্রার্থীর মধ্যে BPSC Form-5A (Applicant’s Copy) জমাদানকারী ১৯ জন প্রার্থীর সাক্ষাৎকার/মৌখিক পরীক্ষা নিম্নবর্ণিত তারিখ ও সময়ে বাংলাদেশ সরকারী কর্ম কমিশন সচিবালয়ের প্রধান কার্যালয়, আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকায় অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ ন্যাশনাল হারবেরিয়াম মৌখিক পরীক্ষার সময়সূচি ২০২৩
লিখিত পরীক্ষায় ব্যবহৃত প্রবেশপত্রই সাক্ষাৎকার/মৌখিক পরীক্ষার জন্য প্রযোজ্য হবে। সাক্ষাৎকার/মৌখিক পরীক্ষার জন্য প্রার্থীদের নিকট কমিশন হতে কোন আলাদা পত্র প্রেরণ করা হবে না। কোন প্রার্থীর প্রবেশপত্র হারিয়ে গেলে বা নষ্ট হলে বাংলাদেশ সরকারী কর্ম কমিশন সচিবালয়ের ওয়েবসাইট www.bpsc.gov.bd অথবা টেলিটকের ওয়েবসাইট http://bpsc.teletalk.com.bd থেকে ডাউনলোড করে সংগ্রহ করা যাবে। প্রবেশপত্র ছাড়া কোন প্রার্থী সাক্ষাৎকার/মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না।