যে কোনো চাকরি পরীক্ষার জন্য কাজী নজরুল ইসলাম সম্পর্কে ১০০+ প্রশ্ন। বিস্তারিত সহ কিছু প্রশ্নের উওর। কাজী নজরুল ইসলাম নিয়ে বিগত সালের সকল প্রশ্ন সমাধান pdf Download।
প্রশ্ন. নজরুল কত সালে এবং কোথায় জন্মগ্রহণ করেন?
উ. কাজী নজরুল ইসলাম ২৪ মে, ১৮৯৯ সালে ( বাংলা- ১১ই জ্যৈষ্ঠ, ১৩০৬) পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোলের চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন।
প্রশ্ন. নজরুল কত সালে ও কোথা থেকে প্রাথমিক পরীক্ষায় উর্ওীন হন?
উ. গ্রামের মক্তব থেকে ১৯০৯ সালে প্রাথমিক পরীক্ষায় উর্ওীন হন।
প্রশ্ন. তিনি কোন সময় লেটো গানের দলে থাকেন?
উ. ১৯০৯-১৯১০ খ্রিষ্টাব্দে। নজরুলের লেটোগানে পারদর্শিতা দেখে সে সময়কার লেটোদলের বিখ্যাত কবিয়াল শেখ চাকার তাঁকে “ব্যাঙাচি” বলে ডাকতেন। (পরবর্তীতে ১০ সালের শেষে রুটির দোকানে কাজ নেন।)
প্রশ্ন. লেটো কী?
উ. বাংলার রাঢ় অঞ্চলের কবিতা, গান ও নৃত্যের মিশ্র আঙ্গিক চর্চার ভ্রাম্যমান নাট্যদল।
প্রশ্ন. তিনি কত সালে ৭ম শ্রেণিতে ভর্তি হন?
উ. ১৯১৪ সালে আসানসোলের রুটির দোকানে কাজ করার সময় তাঁর হান শুনে মুগ্ধ হয়ে আসানসোল থানার দারোগা কাজী রফিকউদ্দিন ময়মনসিংহের ত্রিশাল বাজারের নিকটবর্তী কাজী সিমলা গ্রামের দরিরামপুর স্কুলে ৭ম শ্রেণিতে ভর্তি করান।
প্রশ্ন. নজরুল কত সালে সেনাবাহিনীতে যোগ দেন?
উ. ১৯১৭ সালে শিয়ারশোল স্কুলে ১০ম শ্রেণির প্রি-টেস্ট দিয়ে সেনাবাহিনীর সৈনিব পদে ৪৯ নম্বর বাঙালি পল্টনে যোগ দিয়ে করাচি যান এবং ১৯২০ এর শুরুতে বাঙালি রেজিমেন্ট ভেঙে দেয়া হলে তিনি করাচি ত্যাগ করে কলকাতায় এসে ৩২ নং কলেজ স্ট্রিটের ‘বঙ্গীয় মুসলমান সাহিত্য সমিতি’র অফিসে আশ্রয় গ্রহণ করেন।
প্রশ্ন. নজরুল কোন দৈনিক পত্রিকার যুগ্ম-সম্পাদক ছিলেন?
উ. ‘দৈনিব নবযুগ’ ( ১২ জুলাই,১৯২০)। ১৯৪০ সালের অক্টোবর মাসে ‘দৈনিক নবযুগ’ পত্রিকা প্রকাশিত হলে তিনি এর সম্পাদক নিযুক্ত হন।
প্রশ্ন. তিনি কোন কোন পত্রিকা সম্পাদনা করতেন?
উ. ‘ধূমকেতু’-১৯২২ ( অর্ধ-সাপ্তাহিক) [১৯২৩ সালে ব্রিটিশ সরকার এ পত্রিকা নিষিদ্ধ করেন ] ‘লাঙ্গল’- ১৯২৫।
প্রশ্ন. ‘ধূমকেতু’ পত্রিকায় রবীন্দ্রনাথের কোন বাণী ছাপা হয়?
উ. ‘ আয় চলে আয়রে ধূমকেতু / আঁধারে বাঁধ অগ্নিসেতু….
প্রশ্ন. নজরুলের প্রকাশিত রচনাবলির নাম কী?
উ. প্রথম প্রকাশিত রচনা/গল্প : ‘বাউন্ডলের আত্নকাহিনী’ (১৯১৯)।
- প্রথম প্রকাশিত কবিতা : ‘মুক্তি’ (১৯১৯)
- প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ : ‘অগ্নিবীণা ‘ (সেপ্টেম্বর, ১৯২২)।
- প্রথম প্রকাশিত প্রবন্ধ : ‘তির্কমহিলার ঘোমটা খোলা’ (১৯১৯)।
- প্রথম প্রকাশিত প্রবন্ধগ্রন্থ : ‘যুগবাণী ‘ ( অক্টোবর, ১৯২২)।
- প্রথম প্রকাশিত নাটক : ‘ঝিলিমিলি’ (১৯৩০)।
- প্রথম প্রকাশিত গ্রন্থ / গল্পগ্রন্থ : ‘ ব্যথার দান’ (১৯২২)।
- প্রথম প্রকাশিত উপন্যাস : ‘ বাঁধনহারা’ (১৯২৭)।
প্রশ্ন. নজরুলের কতটি গ্রন্থ নিষিদ্ধ হয় ও কী কী?
উ.সাহিত্য সমালোচক শিশির কর ‘নিষিদ্ধ নজরুল’ নামক গ্রন্থে ৫টি গ্রন্থের কথা উল্লেখ করেছেন। যথা:
- ১. ‘যুগবাণী’ (নিষিদ্ধ ২৩ নভেম্বর, ১৯২২। নিষেধাজ্ঞা প্রত্যাহার : ১৯৪৭)
- ২. ‘বিষের বাঁশি’ (নিষিদ্ধ ২২ অক্টোবর, ১৯২৪।, ১৯২২। নিষেধাজ্ঞা প্রত্যাহার : (২৭ এপ্রিল,১৯৪৫)
- ৩. ‘ভাঙার গান’ (নিষিদ্ধ – ১১ নভেম্বর, ১৯২৪),
- ৪. ‘প্রলয়শিখা’ ( নিষিদ্ধ – ১৭ সেপ্টেম্বর, ১৯৩০),
- ৫. ‘চন্দ্রবিন্দু’ (নিষিদ্ধ -১৪ অক্টোবর, ১৯৩১)।
প্রশ্ন.কাজী নজরুল ইসলামের কাব্য সংখ্যা কতটি?
উ. কাজী নজরুল ইসলামের মোট কাব্য সংখ্যা ২২ টি।
প্রশ্ন. নজরুলের উপন্যাস কয়টি ও কী কী?
উ. নজরুলের উপন্যাস সংখ্যা ৩টি।
যথা:
- ১. বাঁধনজারা (১৯২৭)
- ২. ‘মৃত্যুক্ষুধা ‘ (১৯৩০)
- ৩. ‘কুহেলিকা’ (১৯৩১)
প্রশ্ন. নজরুল কী কী পদক পান?
উ. →’জগত্তারিনী স্বর্ণপদক’ -১৯৪৫ (কলকাতা বিশ্ববিদ্যালয়)
→ ‘পদ্মভূষণ’ – ১৯৬০ (ভারত সরকার)
→ ‘ডি.লিট’ – ১৯৬৯ (রবীন্দ্রভারতী)
→ ‘ডি.লিট’ – ১৯৭৪ (ঢাকা বিশ্ববিদ্যালয়)
→ ‘একুশে পদক’ – ১৯৭৬ (বাংলাদেশ সরকার)
প্রশ্ন. নজরুলকে কবে বাংলাদেশে আনা হয়?
উ. ২৪ মে ১৯৭২ খ্রি.
প্রশ্ন. নজরুলকে কবে ‘জাতীয় কবি’ ঘোষণা করা হয়?
উ. ২৪ মে ১৯৭২ খ্রি.
প্রশ্ন. নজরুলকে কবে বাংলাদেশের নাগরিকত্ব প্রদান করা হয়?
উ. ১৮ ফেব্রুয়ারি, ১৯৭৬ খ্রি. ; মৃত্যুর ছয়মাস পূর্বে।
প্রশ্ন. নজরুলের অনুবাদ গ্রন্থের নাম কি?
উ. ‘রুবাইয়াৎ-ই-ওমর খৈয়াম’
বিগত পরীক্ষায় আসা প্রশ্নসমূহ
১. কাজী নজরুল ইসলামের জন্মসন-
– ১৮৯৯
২. কাজী নজরুল ইসলামের জন্ম তারিখ কোনটি-
– ১১ জ্যৈষ্ঠ
৩. বিদ্রোহী কবি নজরুল ইসলামের জন্ম বাংলা কোন সালে?
– ১৩০৬
৪. কাজী নজরুল ইসলামের জন্মস্থান –
– বর্ধমান
৫. কাজী নজরুলের জীবন কাল কোনটি?
– ১৮৯৯-১৯৭৬ খ্রি.
৬. কবি কাজী নজরুল ইসলামের কবর কোথায় অবস্থিত?
– ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদের পাশে।
৭. কাজী নজরুল প্রথম কবে ঢাকা আসেন?
– ১৯২৬ সালে।
৮. নজরুল কে কোন সালে ভারত থেকে স্থায়িভাবে বাংলাদেশে আনা হয়?
– ১৯৭২ সালে।
৯. ঢাবা বিশ্ববিদ্যালয় কাজী নজরুল ইসলামকে কক্টরেট ডিগ্রি প্রদান করে –
– ১৯৭৪ সালে।
১০. ‘ধূমকেতু’ কোন কবির ছদ্মনাম?
– কাজী নজরুল ইসলাম।
১১.বাংলাদেশের জাতীয় কবি কে?
– কাজী নজরুল ইসলাম।
১২. কাজী নজরুল ইসলাম তাঁর কবিতায় ‘কালাপাহাড়’ কে স্মরণ করেছেন কেন?
-প্রচলিক ধর্ম ও সংস্কার – বিদ্বেষী ছিলেন বলে।
১৩. কাজী নজরুল ইসলাম কোন সালে সাহিত্য একুশে পদক পান?
-১৯৭৬ সালে
১৪. বাংলাদেশের কোন স্থান্টি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামেরর স্মৃতির সাথে জড়িত?
-দরিরামপুর
১৫. বাংলাদেশের রণসংগীতের রচিয়তা কে?
– কাজী নজরুল ইসলাম
১৬. কাজী নবজরুল ইসলামের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ –
– অগ্নিবীণা
১৭. কাজী নজরুলের ‘অগ্নিবীণা’ কাব্যটি প্রকাশিত হয়-
-১৯২২ সালে
১৮. ‘অগ্নিবীণা’ কাব্যের কবিতা সংখ্যা-
-১২ টি
১৯. ‘অগ্নিবীণ’ কাব্যগ্রন্থের সংকলিত প্রথম কবিতা?
-প্রলয়োল্লাস
২০. কাজী নবজরুল ইসলামের ‘বিদ্রোহী’ কবিতাটি কোন সালে প্রকাশিত হয়?
-১৯২১ সালে
২১. নজরুলের ‘বিদ্রোহী’ কবিতাটি প্রথম কেথায় প্রকাশিত হয়?
– সাপ্তাহিক বিজলীতে
২২. ‘বিদ্রোহী’ কবিতাটি কাজী নজরুল ইসলামের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত?
– অগ্নিবীণা
২৩. সরকার কর্তৃক বাজেয়াপ্ত হওয়া নজরুলের একটি কাব্যগ্রন্থ?
– প্রলয়শিখা।
২৪. কাজী নজরুলের প্রেমের কাব্য কোনটি?
– সিন্ধু-হিন্দোল।
২৪. কোনটি কাজী নজরুল ইসলাম রচিত গ্রন্থ?
– বিষের বাঁশি
২৫. ‘ফণীমনসা’ কাব্যের রচয়িতা কে?
– কাজী নজরুল ইসলাম।
২৬.’চক্রবাক’ গ্রন্থটির রচিয়তা কে?
– কাজী নজরুল ইসলাম
২৭. কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাসিত কবিতার নাম কি?
– মুক্তি
২৮. কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত লেখা কোনটি?
– বাউন্ডেলের আত্মকাহিনী
২৯. হাসি ও ব্যাঙ্গের নজরুল কাব্য-
– চন্দ্রবিন্দু
৩০. ঢাকার নবাব পরিবারে এক মহিরার অম্কিত ছবি দেখে কাজী নজরুল ইসলাম কোন কবিতাটি রচনা করেছেন?
– খেয়াপারের তরণী
৩১. ‘দোলন-চাঁপা’ কাব্যগ্রন্থটির রচিয়তা কে?
– কাজী নজরুল ইসলাম
৩২. ‘বিষের বাঁশি’ কে রচনা করেন?
– কাজী নজরুল ইসলাম
৩৩. ‘সঞ্চিতা’ কোন কবির কাব্য সংকলন?
– কাজী নজরুল ইসলাম
৩৫. কাজী নজরুল ইসলাম ‘সঞ্চিতা’ কাব্যটি কাকে উৎসর্গ করেছিলেন?
– রবীন্দ্রনাথ ঠাকুর
৩৬. কোন কবিতা রচনার কারণে নজরুল ইসলামের কারাদণ্ড হয়েছিল?
– আনন্দময়ীর আগমনে
৩৭. কাজী নজরুলের ‘মোহররম’ কবিতাটি কোন কাব্যের অন্তর্গত?
– অগ্নিবীণা
৩৮. ‘দারিদ্র্য’ কবিতাটি নজরুলের কোন কাব্যের অন্তর্ভুক্ত?
– সিন্ধু-হিন্দোল
৩৯. ‘নারী’ কবিতাটি নজরুলের কোন কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত?
– সাম্যবাদী
৪০. কাজী নজরুল ইসলামের ‘কান্ডারী হুশিয়ার’ কবিতাটি কোন কাব্যের অন্তর্গত?
– সর্বহারা
৪১. কাজী নজজরুলের ‘সাম্যবাদী ‘ কবিতা প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়?
– লাঙ্গল
৪২. ভারত সরকার কোন লেখককে ‘পদ্মভূষণ ‘ উপাধিতে ভূষীত করেন?
– কাজী নজরুল ইসলাম
৪৩. ‘জেন্দা একটি?
– ভাষা
৪৪. একই সনে জন্মগ্রহণ করেছেন কোন দুই কবি?
– কাজী নজরুল ইসলাম ও জীবনানন্দ দাশ
৪৫. কাজী নজরুল ইসলামের ‘বিদ্রোহী’ কবিতার মূল সূর হচ্ছে?
– স্বরাজ প্রতিষ্ঠা
৪৬. কাজী নজরুল ইসলামের ‘আলেয়া’ কোন ধরনের রচনা?
– গীতিনাট্য
৪৭. কোন সালে কাজী নজরুল ব্যাধিতে আক্রান্ত হয়ে বাকশক্তিরহিত হন?
– [ ১০ অক্টোবর, ১৯৪২ সালে মাত্র তেতাল্লিশ বছর বয়সে দূরারোগ্য ( পিক্স ডিজিজ) ব্যাধিতে আক্রান্ত হয়।]
৪৮. ” ভোর হলো দোর খোল/খুকুমনি ওঠো রে” – কবিতার কবি কে?
– কাজী নজরুল ইসলাম
৪৯. ধুমকেতু কোন কবির সম্পাদিত পত্রিকা?
– কাজী নজরুল ইসলাম
৫০. ‘মরুভাস্কর’ কার রচনা?
– কাজী নজরুল ইসলাম
৫১. কাজী নজরুল ইসলামের ‘চল চল চল’ কবিতাটি কোন কাব্যের অন্তর্গত?
– সন্ধা
৫২. ‘বাঁধনহারা’ কাজী নজরুল ইসলামের কোন ধরনের রচনা?
– উপন্যাস
৫৩. নজরুলের প্রথম উপন্যাস কোনটি?
– বাঁধনহারা
৫৪. কাজী নজরুল ইসলামের ‘মৃত্যুক্ষুধা’ উপন্যাস কাদের পটভূমিতে রচিত?
– গরিব- দুঃখীদের
৫৫. ‘শিউলিমালা’ গল্পের লেখক কে?
– কাজী নজরুল ইসলাম
৫৬. ‘পদ্মাগোখরা’ গল্পটি রচয়তি কে?
– কাজী নজরুল ইসলাম
৫৭. ‘দুর্দানের যাত্রী’ গ্রন্থের রচিয়তা কে?
– কাজী নজরুল ইসলাম
৫৮. ‘ মন্দির ও মসজিদ’ প্রবন্ধটি লিখেছেন-
– কাজী নজরুল ইসলাম
৫৯. ‘রুদ্রমঙ্গল’ কি ধরনের রচনা?
– প্রবন্ধ
৬০. কাজী নজরুল ইসলাম রচিত ‘রাজবন্দীর জবানবন্দী ‘ একটি?
– প্রবন্ধগ্রন্থ
৬১.কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত গ্রন্থ কোনটি?
– ব্যাথার দান
৬২. কাজী নজরুল ইসলামের লেখা ‘ঝিলিমিলি’ গ্রন্থখানি-
– নাটক
৬৩. “রমযানের ঐ রোজার শেষে এল খুশির ঈদ” গানটির রচিয়তা কে?
– কাজী নজরুল ইসলাম
৬৪. “মম একহাতে বাঁকা বাঁশের বাঁশরী, আর হাতে রণতূর্য ” এটি কাজী নজরুল ইসলামের কোন কবিতার চরণ?
– বিদ্রোহী
৬৫. “গাহি সাম্যের গান,ধরণীর হাতে দিল যারা আনি ফসলের ফরমান।” পঙক্তিটি কাজী নজরুল ইসলাম রচচিত কোন কবিততার আংশ?
– জীবন বন্দনা
৬৬. “দুর্গম গিরি কাস্তার মরু দুস্তর পারাপার” গানটির রচিয়তা কে?
– কাজী নজরুল ইসলাম
৬৭. “সাম্যের গান গাই-আমরা চক্ষে পুরুষ-রমণী কোনো ভেদাভেদ নাই।” কবিতাংশটির রচিয়তা কে?
– কাজী নজরুল ইসলাম
৬৮. ” আমি চিরদুর্দম,দুর্বিনীত, নৃশংস মহাপ্রলয়ের আমি নটরাজ,আমি সাইক্লোন,আমি ধ্বংস।” পঙক্তিটি কাজী নজরুল ইসলামের কোন কবিতার অংশ?
– বিদ্রোহী
৬৯. আমি….আমি এলোকেশে ঝড় অকাল বৈশাখীর। আমি বিদ্রোহী,আমি বিদ্রোহী -সুত বিশ্ব-বিধাত্রী।”
– ধূর্জটি
৭০. ” ফাসির মঞ্চে গেয়ে গেল যারা জঅবনের জয়গান। আসি অলক্ষ্যে দাঁড়ায়েছে তারা,দিবে কোন বলিদান” পঙক্তিটির রচিয়তা কে?
– কাজী নজরুল ইসলাম
৭১. “হে দারিদ্র্য তুমি মোরে করেছ মহান। তুমি মোরে দানিয়াছ, খ্রীস্টের সম্মান কণ্টক -মুকুট শোভা।” কবিতাংশটুবুবু কোন কবির কবিতার অংশ?
– কাজী নজরুল ইসলাম
৭২.”চাষী ওরা,নয়কো চাষা, নায়কো ছোট লোক” বলেছেন?
-কাজী নজরুল ইসলাম
৭৩.ত্রিশালে প্রতিষ্ঠিতত বিশ্ববিদ্যালয়টির নাম কি?
– কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়
৭৪. কাজী নজরুল ইসলামকে নিয়ে কোন দেশে চলচ্চিত্র নির্মাণ করা হয়?
– কানাডা
৭৫. ‘আজি সৃষ্টি সুখের উল্লাসে’ কবিতাটি কোন কাব্যের?
– দোলন-চাঁপা
৭৬. ‘অগ্নিবীণ’ কাব্যগ্রন্থের শেষ কবিতার নাম কী?
– মোহররম
৭৮.’চিত্তনামা’ কাব্যগ্রন্থের রচিয়তা?
– কাজী নজরুল ইসলাম
৭৯. “বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চির কল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর। “কবিতাংশটি কোন কবির লেখা?
– কাজী নজরুল ইসলামের
৮০. “বই কথা কও,বউ কথা কও, কও কথা অভিমানিনী, সেধে সেধে কেঁদে কেঁদে যাবে কত যামিনী।” এই কবকবিতাংশটুকুর কবি কে?
– কাজী নজরুল ইসলাম
কাজী নজরুল ইসলাম ২৯ আগস্ট, ১৯৭৬ সালে ( বাংলা- ১২ই ভাদ্র,১৩৮৩) সকাল ১০ টা ১০মিনিটে মাত্র ৭৭ বছর বয়সে ঢাকা পিজি হাসপাতালে ইহলোক ত্যাগ করেন।তাঁকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদের পাশে বিকাল ৫.৩৯ ঘটিকায় সমাধিস্থ করা হয়।