বাংলাদেশ বার কাউন্সিল এনরোলমেন্ট প্রার্থীর ত্রুটি সংশোধনী বিজ্ঞপ্তি ২০২৩

বাংলাদেশ বার কাউন্সিল এনরোলমেন্ট মৌখিক পরীক্ষার ফলাফলে চূড়ান্তভাবে উত্তীর্ণ কতিপয় প্রার্থীর তথ্যগত কিছু ত্রুটি সংশোধনী প্রসঙ্গে এতদ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বাংলাদেশ বার কাউন্সিলের এনরোলমেন্ট মৌখিক পরীক্ষার চূড়ান্ত ফলাফল অদ্য ০৯-০৩-২০২৩ইং তারিখে প্রকাশিত হয়েছে। উক্ত পরীক্ষার ফরম পূরণ, অ্যাডমিট কার্ড প্রাপ্তি প্রভৃতি কর্মকান্ড অনলাইনে সম্পাদিত হয়েছিলো। অনলাইন ফরম পূরণের ক্ষেত্রে কতিপয় প্রার্থীর নাম ও পিতার নামের বানান, জন্ম তারিখ প্রভৃতি কয়েকটি মৌলিক ইস্যুতে ত্রুটিপূর্ণ ডাটা এন্ট্রি হয়েছিল মর্মে কিছু সংখ্যক প্রার্থী বার কাউন্সিল অফিসে অবহিত করেছেন।

বাংলাদেশ বার কাউন্সিল এনরোলমেন্ট প্রার্থীর ত্রুটি সংশোধনী বিজ্ঞপ্তি ২০২৩

Info-Correction-scaled

 

উল্লেখ্য, ফরম পূরণের সময় প্রার্থী নিজেদের যে সকল তথ্য অনলাইনে এন্ট্রি করেছেন, ঠিক সেই তথ্যসমূহই অবিকল প্রার্থীদের অ্যাপ্লিক্যান্ট কপি, অ্যাডমিট কার্ড, ফরম ‘এ’-সহ পরবর্তী সকল ডাটাবেইজে মুদ্রিত হয়েছে। ফলে ০৯-০৩-২০২৩ইং তারিখে প্রকাশিত এনরোলমেন্ট পরীক্ষার চূড়ান্তভাবে ঘোষিত ফলাফলে উত্তীর্ণ কতিপয় প্রার্থীর ডাটাবেইজে উল্লিখিত তথ্যসমূহে কিছু কিছু ত্রুটি-বিচ্যুতি থেকে যাওয়ার আশঙ্কা রয়েছে ।

এমতাবস্থায় বর্ণিত ফলাফলে উত্তীর্ণ রোল নম্বরধারী প্রার্থীদের মধ্যে যদি কারো নিম্নলিখিত তথ্যসমূহে কোনোরূপ ভুলভ্রান্তি থাকে তাহলে এই বিজ্ঞপ্তি প্রকাশের ০৭ দিনের মধ্যে প্রয়োজনীয় সংশোধনীর সপক্ষে কাগজপত্রসহ বার কাউন্সিল অফিসের এনরোলমেন্ট শাখায় যোগাযোগের জন্য বলা হলো ।

প্রার্থীদেরকে নিজ নিজ ‘অ্যাপ্লিক্যান্ট কপি’/Form A/অ্যাডমিট কার্ড/ অথবা ক্ষেত্রমতে Reappear Form পর্যবেক্ষণ করে নিম্নবর্ণিত তথ্যসমূহ চেক করে দেখতে বলা হলোঃ
১. নিজ নামের বানান
২. পিতার নামের বানান
৩. জন্ম তারিখ (Date of Birth

শুধুমাত্র উপরের তিনটি ক্ষেত্রের কোনোটিতে কোনোরূপ ত্রুটি/করণিক ভুল/অনলাইন ফরম পূরণের এন্ট্রিতে ভুল/মুদ্রণ ত্রুটি থাকলে সংশ্লিষ্ট প্রার্থীকে এনরোলমেন্ট মৌখিক পরীক্ষার অ্যাডমিট কার্ড এবং এসএসসি/সমমান পরীক্ষার সনদ ও নম্বরপত্রের সত্যায়িত অনুলিপিসহ বার কাউন্সিল অফিসে আগামী ১৫-০৩-২০২৩ইং তারিখের মধ্যে যোগাযোগ করতে হবে। উক্ত সময়ের পরে আর কোনো সংশোধনী আবেদন গ্রহণ করা হবে না।

About Nazmul Hasan

Hi! I'm Nazmul Hasan. From Koyra, Khulna. I'm Student of Under National University of Govt. B. L. College, Khulna, Department of Political Science....

Check Also

জাতীয় আইনগত সহায়তা সংস্থার মৌখিক পরীক্ষার সময়সূচি ২০২২

মৎস্য অধিদপ্তর নিয়োগ পরীক্ষার ফলাফল ২০২৪

মৎস্য অধিদপ্তরের রাজস্বখাতে নক্সাকার, বাবুর্চি, ল্যাবরেটরি অ্যাটেনডেন্ট, সেকেন্ড ড্রাইভার, তথ্য সংগ্রহ সহকারী, কার চালক, পাম্প …