ব্রাক ব্যাংকের ইয়াং লিডার প্রোগ্রামের বিস্তারিত। ব্রাক ব্যাংকের ইয়াং লিডার প্রোগ্রামের পরীক্ষার প্রস্তুতি। যারা আবেদন করছেন/করবেন তাদের জন্য। গতবারের অভিজ্ঞতায় লেখা। পরীক্ষা হয় ৫ ধাপে-
১)শর্ট লিস্ট
২) অনলাইন টেষ্ট( বেসিক জিকে,ম্যাথ ইংরেজী,এর কিছু বেসিক কোয়েশ্চন থাকে আপনার সিলেক্ট করা ফিল্ড থেকে)
৩)সরাসরি এক ম্যারাথন এক্সাম (MCQ হয়, বেসিক জিকে,অ্যানালাইটিকাল, মেনটাল অ্যাবিলিটি থাকে, অপশন থাকে ৮ টা, সময় থাকে না একদমই, প্রশ্ন এমন থাকে যে এই পারবেন পারবেন কিন্তু পারছেন না,এদিক সময় শেষ,)
- ভেন্যু ছিল: BICC-Kuril)
- প্রশ্নকারী: ৩য় পক্ষ মানে হায়ার করা, ব্রাকের কেউ না, সেবার প্রশ্ন করছিল আর্মি ISSB এর মেন্টাল অ্যাবিলিটি টেস্ট নেয়, সেই প্রতিষ্ঠান)
- ৩২০০ ক্যান্ডিডেট থাকে এই পর্যায়ে.
- ৪ শিফটে পরীক্ষা হয়, সব শিফট থেকে ১৫০ নেয়।
৪) ৬০০ জনের মতো নিয়ে ১ম ভাইবাঃ ভাইবা বেসিক্যালি গল্প করে, এর মধ্যে কি যাচাই করে বুঝতে পারিনি, জাস্ট আপনাকে নিয়ে গল্প, স্কুল কলেজ লাইফ, প্রেম, জীবনের কঠিন সময়ের হিস্ট্রি, চা নাস্তা খাবেন আর ভাইবা দিবেন।(ব্রাকের মেইন অফিস, মহাখালী তে)
৫)২০০ জন নিয়ে ২য় ও শেষ ভাইবা।
গতবার ৭০+ নিয়েছে।