বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদে (ট্রেড-২) নিয়োগ ২০২৪

বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদে (ট্রেড-২) নিয়োগ ২০২৪। নিয়োগ বিজ্ঞপ্তি ট্রেড-২ (বিশেষ পেশা) এসএমএস ও অনলাইন এর মাধ্যমে আবেদন শুরুর তারিখ ১৪ মার্চ ২০২৪ এবং শেষ তারিখ ০৫ এপ্রিল ২০২৪। ২০২৪ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে ট্রেড-২ (বিশেষ পেশায়) পুরুষ ও মহিলা প্রার্থীদের ভর্তি কার্যক্রম নির্ধারিত সেনানিবাসে অনুষ্ঠিত হবে। সেনাবাহিনীতে যোগদানে আগ্রহী পুরুষ ও মহিলা প্রার্থীদের আবেদনের জন্য বিস্তারিত তথ্যাবলী নিম্নরূপ।

ভর্তিচ্ছুক প্রার্থীকে প্রথমে টেলিটক প্রিপেইড সিমের মাধ্যমে আবেদন (এসএমএস) করতে হবে। এক্ষেত্রে মেসেজ অপশনে গিয়ে সৈনিক পদে ভর্তির জন্য নিম্নলিখিত তথ্যগুলো টাইপ করে ১৬২২২ নম্বরে এসএমএস প্রেরণ করতে হবে।

বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদে (ট্রেড-২) নিয়োগ ২০২৪

 

প্রথম এসএমএসঃ

  • ক। সকল প্রার্থী। SAINIK <space> 1ST THREE LETTERS OF SSC BOARD <space> ROLL <space> PASSING YEAR <space> DISTRICT CODE <space> T2 <space> TRADE CODE
    উদাহরণঃ SAINIK DHA 236098 2019 34 T2 101 (ঢাকা বোর্ডের জন্য DHA, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের জন্য BOU, কারিগরি শিক্ষা বোর্ডের জন্য TEC ইত্যাদি এছাড়াও স্ব স্ব জেলার সামনে নিম্নেবর্ণিত জেলা কোড এবং ক্রমিক-৭’ এ উল্লিখিত ট্রেড কোড অনুযায়ী)।
  • খ। সেনাসন্তান (SS) প্রার্থী। SAINIK <space> 1ST THREE LETTERS OF SSC BOARD <space> ROLL <space> PASSING YEAR <space> DISTRICT CODE <space> SST2 <space> TRADE CODE
    উদাহরণঃ SAINIK DHA 236098 2019 34 SST2 101 (ঢাকা বোর্ডের জন্য DHA, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের জন্য BOU, কারিগরি শিক্ষা বোর্ডের জন্য TEC ইত্যাদি এছাড়াও স্ব স্ব জেলার সামনে নিম্নেবর্ণিত জেলা কোড এবং ক্রমিক-৭ এ উল্লিখিত ট্রেড কোড অনুযায়ী)।

দ্বিতীয় এসএমএসঃ

প্রথম এসএমএস প্রেরণের পর প্রার্থীর তথ্য যাচাই বাছাই করতঃ টেলিটক কর্তৃক যোগ্য প্রার্থীকে একটি পিন নম্বর সম্বলিত এসএমএস প্রদান করা হবে। পিন নম্বর প্রাপ্তি সাপেক্ষে সংশ্লিষ্ট প্রার্থী আবেদন করতে ইচ্ছুক হলে পুনরায় নিম্নবর্ণিতভাবে ২য় এসএমএস প্রেরণ করতে হবে। উল্লেখ্য, ২য় এসএমএস প্রেরণের সময় সর্বমোট ৩০০/- টাকা (ভর্তি পরীক্ষার ফি বাবদ ২০০/- এবং অনলাইন রেজিস্ট্রেশন ফি বাবদ ১০০/-) কর্তন করা হবে বিধায় মোবাইল ব্যালেন্স ৩০০/- টাকার অধিক থাকা আবশ্যক।

  • দ্বিতীয় এসএমএস : SAINIK <space> YES <space> PIN NUMBER <space> CONTACT MOBILE NUMBER and send to 16222 উদাহরণ ঃ SAINIK YES 894098 01xxxxxxxxx and send to 16222
    মহিলা প্রার্থীদের ক্ষেত্রে SAINIK এর পরিবর্তে FSAINIK টাইপ করে প্রথম ও দ্বিতীয় এসএমএস প্রেরণ করতে হবে।
  • ৩য় ধাপঃ ২য় এসএমএস প্রেরণের পর প্রার্থীকে টেলিটক কর্তৃক একটি USER ID ও Password প্রদান করা হবে। উক্ত USER ID ও Password দ্বারা http://sainik.teletalk.com.bd এ লগইন করে অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে। আবেদনের ক্ষেত্রে প্রার্থীর ৩০০X৩০০ (দৈর্ঘ্য ও প্রস্থ) সদ্য তোলা পাসপোর্ট সাইজের (৫ সেঃ মিঃ X ৪ সেঃ মি) ০৬ কপি এবং ষ্ট্যাম্প সাইজের (২.৫ সেঃ মিঃ x ২ সেঃ মি) ০২ কপি pixel এর রঙিন ছবি আপলোড করতে হবে। ফাইল সাইজ সর্বোচ্চ ১০০ কেবি (kb) এর মধ্যে হতে হবে।

বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদে (ট্রেড-২) নিয়োগ ২০২৩

 

About Nazmul Hasan

Hi! I'm Nazmul Hasan. From Koyra, Khulna. I'm Student of Under National University of Govt. B. L. College, Khulna, Department of Political Science....

Check Also

DC Office Job Circular ডিসি অফিস

গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ ফলাফল ২০২৪

গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ ফলাফল কিভাবে জানবেন? আপনি গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগের ফলাফল …