ইংরেজি শিখতে না পারার ১০টি কারণ,
প্রথমতঃ ইংরেজি সাহিত্য বাদ দেয়া হয়েছে।
দ্বিতীয়তঃ রাইটিং ও স্পিকিং পার্ট অবহেলিত।
তৃতীয়তঃ শিক্ষকদের আন্তরিকতার অভাব
চতুর্থতঃ ইংরেজি ক্লাসে শিক্ষকের বাংলা লেকচার
পঞমতঃ শিক্ষকদের অধিকাংশই ইংরেজি শেখানোর মত করে জানেন না
ষষ্ঠতঃ শিক্ষার্থীরা ইংরেজিকে ভীতিকর বিষয় ভাবে।
সপ্তমতঃ বইগুলোর শিখনফল যাচাইয়ের পদ্ধতি সঠিক না।
অষ্টমতঃ শিক্ষকরা শিক্ষার্থীদের ইংরেজি শেখার আগ্রহ সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন না।
নবমতঃ বিদেশী বই না পড়ানো।।
দশমতঃ পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, বন্ধুমহলে ইংরেজি চর্চার মত পরিবেশ না থাকা।