পররাষ্ট্র মন্ত্রণালয়ের “ব্যক্তিগত কর্মকর্তা” (১০ম গ্রেড) পদের ব্যবহারিক পরীক্ষার (সাঁটলিপি ও কম্পিউটার মুদ্রাক্ষর) ফলাফল প্রকাশ।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যক্তিগত কর্মকর্তা (১০ম গ্রেড) পদে সরাসরি নিয়োগের জন্য বিগত ২৩-০২-২০২১ তারিখে নিয়োগ বিজ্ঞপ্তি জারি করা হয় (বিজ্ঞপ্তির ক্রমিক নম্বর-৩৫)। উক্ত পদে সরাসরি নিয়োগের লক্ষ্যে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ব্যবহারিক পরীক্ষা (সাঁটলিপি ও কম্পিউটার মুদ্রাক্ষর) গত ০৪-০৩-২০২৩ খ্রি: তারিখে অনুষ্ঠিত হয়। উক্ত ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণকারী ৬৯ জন প্রার্থীর মধ্যে নিম্নলিখিত রেজিস্ট্রেশন নম্বরধারী প্রার্থীগণ মৌখিক পরীক্ষার জন্য উত্তীর্ণ হয়েছেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যক্তিগত কর্মকর্তা নিয়োগ পরীক্ষার ফলাফল ২০২৩
ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের BPSC Form- 5A ( Applicant’s Copy) এর সাথে নিম্নোক্ত কাগজপত্র/তথ্যাদির সত্যায়িত কপি জমা দিতে হবে :
- শিক্ষাগত যোগ্যতার সকল মূল/সাময়িক সনদসমূহ ;
- “ও” লেভেলে এবং “এ” লেভেলে ডিগ্রিধারী প্রার্থীদের ক্ষেত্রে জন্ম তারিখ সংবলিত দালিলিক প্রমাণ জমা দিতে হবে। বয়স প্রমাণের জন্য এফিডিভিট গ্রহণযোগ্য হবে না;
- অনধিক ৩ মাস পূর্বে তোলা ০৩ [তিন] কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি ;
- জাতীয় পরিচয়পত্র [NID];
- নাগরিকত্ব সনদ;
- লিখিত পরীক্ষার প্রবেশপত্র ;
- সরকারি/আধারসকারি, স্বায়ত্তশাসিত সংস্থায় কর্মরত প্রার্থীদের নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সিল স্বাক্ষরিত ছাড়পত্র [প্রযোজ্য ক্ষেত্রে];
- সরকারি অথবা স্থানীয় কর্তৃপক্ষের চাকরি থেকে ইস্তফা প্রদানকারী অথবা অপসারিত ব্যক্তিদের ক্ষেত্রে ইস্তফাপত্র গ্রহণ অথবা অপসারণ আদেশ [প্রযোজ্য ক্ষেত্রে];
- আবেদনকারীর স্থায়ী ঠিকানা পরিবর্তিত হলে স্থায়ী ঠিকানার স্বপক্ষে সনদ [প্রযোজ্য ক্ষেত্রে];
- বিদেশ হতে অর্জিত ডিগ্রিধারী প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট ইকুইভ্যালেন্স কমিটি/শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক
ইকুইভ্যালেন্স সনদ [প্রযোজ্য ক্ষেত্রে]; - মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধা পুত্র/কন্যাদের ক্ষেত্রে মুক্তিযোদ্ধা প্রমাণক হিসেবে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক
- স্বাক্ষরিত প্রয়োজনীয় সনদের সত্যায়িত কপি;
- প্রতিবন্ধী প্রার্থীদের সমাজসেবা অধিদপ্তর কর্তৃক জারিকৃত প্রতিবন্ধী সনদ/পরিচয়পত্রের সত্যায়িত কপি
[প্রযোজ্য ক্ষেত্রে]; - উল্লিখিত প্রতিটি ডকুমেন্ট-এ প্রার্থীকে তার রেজিস্ট্রেশন নম্বর অবশ্যই লিখতে হবে।