নার্সিং ভর্তি যোগ্যতা ২০২৩। যারা নার্সিং ভর্তি পরীক্ষা ২০২২-২৩ এ অংশগ্রহণ করতে চাও। নার্সিং এ ভর্তি হতে চাইলে প্রয়োজনীয় যোগ্যতা।
SSC & HSC: SSC & HSC পাসের সাল হতে হবে SSC 2019/2020 এবং HSC 2021/2022, এর বাইরে যারা, তারা নার্সিং ভর্তি পরীক্ষা ২০২২-২৩ এ অংশগ্রহণ করতে পারবে না।
বিএসসি: সরকারি BSc in Nursing College 13 টি। বিএসসি ইন নার্সিং শুধুমাত্র জীববিজ্ঞানসহ Science গ্রুপের স্টুডেন্টদের জন্য, SSC + HSC GPA 7.00+ লাগবে। তবে SSC, HSC GPA 3.00 এর বেশি থাকা লাগবে।
ডিপ্লোমা: সরকারি ডিপ্লোমা ইন নার্সিং সাইন্স এন্ড মিডওয়াইফারি ইন্সটিটিউট 46 টি এবং সরকারি ডিপ্লোমা ইন মিডওয়াইফারি ইন্সটিটিউট 62 টি। ডিপ্লোমা ইন নার্সিং/মিডওয়াইফারি Arts/Commerce/Science গ্রুপের স্টুডেন্ট দের জন্য, SSC + HSC GPA 6.00+ লাগবে। তবে SSC, HSC GPA 2.50 এর বেশি থাকা লাগবে।