নার্সিং ভর্তি যোগ্যতা ২০২৩

নার্সিং ভর্তি যোগ্যতা ২০২৩। যারা নার্সিং ভর্তি পরীক্ষা ২০২২-২৩ এ অংশগ্রহণ করতে চাও। নার্সিং এ ভর্তি হতে চাইলে প্রয়োজনীয় যোগ্যতা।

 

SSC & HSC:  SSC & HSC পাসের সাল হতে হবে SSC 2019/2020 এবং HSC 2021/2022, এর বাইরে যারা, তারা নার্সিং ভর্তি পরীক্ষা ২০২২-২৩ এ অংশগ্রহণ করতে পারবে না।

বিএসসি:  সরকারি BSc in Nursing College 13 টি। বিএসসি ইন নার্সিং শুধুমাত্র জীববিজ্ঞানসহ Science গ্রুপের স্টুডেন্টদের জন্য, SSC + HSC GPA 7.00+ লাগবে। তবে SSC, HSC GPA 3.00 এর বেশি থাকা লাগবে।

ডিপ্লোমা:  সরকারি ডিপ্লোমা ইন নার্সিং সাইন্স এন্ড মিডওয়াইফারি ইন্সটিটিউট 46 টি এবং সরকারি ডিপ্লোমা ইন মিডওয়াইফারি ইন্সটিটিউট 62 টি। ডিপ্লোমা ইন নার্সিং/মিডওয়াইফারি Arts/Commerce/Science গ্রুপের স্টুডেন্ট দের জন্য, SSC + HSC GPA 6.00+ লাগবে। তবে SSC, HSC GPA 2.50 এর বেশি থাকা লাগবে।

About Nazmul Hasan

Hi! I'm Nazmul Hasan. From Koyra, Khulna. I'm Student of Under National University of Govt. B. L. College, Khulna, Department of Political Science....

Check Also

কমিউনিটি হেলথকেয়ার প্রভাইডার নিয়োগ পরীক্ষা - ৭৯৮ পদের পরীক্ষা ১১ নভেম্বর ২০২২

কুমিল্লা আর্মি নার্সিং কলেজ ভর্তি বিজ্ঞপ্তি ২০২৪

আর্মি নার্সিং কলেজ কুমিল্লা (সম্পূর্ণ আবাসিক) ব্যাচেলর অব সায়েন্স ইন নার্সিং কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি। Army …