বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩

বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩। “Establishment of Facilities for the Development of Light Engineering Sectors and E- Waste Processing (EFD LES & EWP)” শীর্ষক এডিপি প্রকল্পের আওতায় ০৩ টি R&D কার্যক্রমের জন্য ০৩ জন “গবেষণা সহকারী” নিয়োগ প্রদান করা হবে। ম্যাটেরিয়াল এন্ড মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং/ম্যাটেরিয়াল সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিষয়ে বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে। সংশ্লিষ্ট বিষয়ে মাস্টার্সে অধ্যয়নরত থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। উপর্যুক্ত শর্তসমূহ পূরণ সাপেক্ষে বাংলাদেশী নাগরিকদের নিকট থেকে আবেদনপত্র আহবান করা যাচ্ছে। উক্ত নিয়োগ সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে হবে এবং সর্বোচ্চ ১৮ (আঠারো) মাসের জন্য।

 

বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩

i-B0a1-EYh-OVtw-HBE1s-Fd1

 

সম্মানী মাসিক ২০,০০০/- (বিশ হাজার) টাকা (সর্বসাকুল্যে)। আগ্রহী প্রার্থীদের ০৬ মার্চ 2023 তারিখে বিকাল ৪.০০ ঘটিকার মধ্যে dr.abdul.gafur999@gmail.com ইমেইল এ জীবন বৃত্তান্ত পাঠানোর জন্য অনুরোধ করা যাচ্ছে। আবেদনপত্র সরাসরি প্রকল্প পরিচালকের আফিসেও জমা দেয়া যাবে (পাইলট প্ল্যান্ট এন্ড প্রসেস ডেভেলপমেন্ট সেন্টার, ড. কুদরাত-এ-খুদা রোড, ধানমন্ডি, বিসিএসআইআর, ঢাকা-১২০৫)।

About Nazmul Hasan

Hi! I'm Nazmul Hasan. From Koyra, Khulna. I'm Student of Under National University of Govt. B. L. College, Khulna, Department of Political Science....

Check Also

জাতীয় আইনগত সহায়তা সংস্থার মৌখিক পরীক্ষার সময়সূচি ২০২২

মৎস্য অধিদপ্তর নিয়োগ পরীক্ষার ফলাফল ২০২৪

মৎস্য অধিদপ্তরের রাজস্বখাতে নক্সাকার, বাবুর্চি, ল্যাবরেটরি অ্যাটেনডেন্ট, সেকেন্ড ড্রাইভার, তথ্য সংগ্রহ সহকারী, কার চালক, পাম্প …