Bangladesh university of professionals ( বিউপি)।বিউপি বাংলাদেশের বিশেষায়িত পাবলিক বিশ্ববিদ্যালয়।বিউপিতে সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষার সুযোগ আছে। বিউপির এক্সাম হবে ঢাকায় । যদিও বা টানা ২ বার বিভাগীয় শহর গুলোতে হয়েছিলো।
- আবেদন শুর – আগামীকাল থেকে।
- আবেদন শেষ – ১৫ মার্চ ২০২৩ সাল।
- লিখিত পরীক্ষার জন্য যোগ্য শিক্ষার্থীর তালিকা প্রকাশিত হবে -১৮ মার্চ।
- এডমিট কার্ড ডাউনলোড – ২১ মার্চ।
- পরীক্ষা – ২৪ ও ২৫মার্চ।
আবেদন যোগ্যতা FST
- বিজ্ঞানঃ মোট জিপিএ ৯.২৫ (এসএসসি এবং এইচএসসি’র ন্যূনতম জিপিএ ৪.৫০)
মানবন্টনঃ
- ম্যাথ/বায়োলজি ২৫ (যেকোনো একটা দাগাতে হবে)
- ফিজিক্স ২০
- কেমিস্ট্রি ২০
- ইংলিশ ১৫
- মোট ৮০ মার্কস।
- প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে ।
আসন – ২৫০ টি
- CSE
- ICE
- ENV Science
কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদ (FASS)
- বিজ্ঞানঃ মোট জিপিএ ৯.০০ (এসএসসি এবং এইচএসসি’র ন্যূনতম জিপিএ ৪.৫০)
- ব্যবসায় শিক্ষাঃ মোট জিপিএ ৮.৫০ (এসএসসি এবং এইচএসসি’র ন্যূনতম জিপিএ ৪.০০)
- মানবিকঃ মোট জিপিএ ৮.০০ (এসএসসি এবং এইচএসসি’র ন্যূনতম জিপিএ ৪.০০)
বিষয়সমূহ : আসন মোট ৩৫০ টি
- ডেভেলপমেন্ট স্টাডিজ
- ডিজেস্টার এন্ড হিউম্যান সিকিউরিটি
- ইকোনমিকস
- ইংলিশ
- পাবলিক এডমিনিস্টেশন
- সোশ্যিয়লোজি
মানবন্টন
- বাংলা ২০
- ইংরেজী ৪০
- সাধারণ জ্ঞান ৪০
- মোট ১০০
- প্রতিটি ভুল উত্তরের জন্য .২৫ নম্বর কাটা যাবে ।
বিজনেস স্টাডিজ অনুষদ (FBS)
- বিজ্ঞানঃ মোট জিপিএ ৯.০০ (এসএসসি এবং এইচএসসি’র ন্যূনতম জিপিএ ৪.২৫)
- ব্যবসায় শিক্ষাঃ মোট জিপিএ ৮.৫০ (এসএসসি এবং এইচএসসি’র ন্যূনতম জিপিএ ৪.০০)
- মানবিকঃ মোট জিপিএ ৮.৫০ (এসএসসি এবং এইচএসসি’র ন্যূনতম জিপিএ ৪.০০)
বিষয়সমূহ – আসন মোট ৫০০ টি
- বিবিএ – সাধারণ
- ফিনান্স
- অ্যাকাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেম
- মার্কেটিং
- ম্যানেজমেন্ট
মানবন্টন –
- ম্যাথ ৩৫
- ইংলিশ ৩৫
- সাধারণ জ্ঞান ৩০
- মোট ১০০
- প্রতিটি ভুল উত্তরের জন্য .২৫ নম্বর কাটা যাবে ।
সিকিউরিটি এন্ড স্ট্রাটেজিক অনুষদ (FSSS)
- বিজ্ঞানঃ মোট জিপিএ ৮.৫০ (এসএসসি এবং এইচএসসি’র ন্যূনতম জিপিএ ৪.০০)
- ব্যবসায় শিক্ষাঃ মোট জিপিএ ৮.২৫ (এসএসসি এবং এইচএসসি’র ন্যূনতম জিপিএ ৩.৭৫)
- মানবিকঃ মোট জিপিএ ৮.২৫ (এসএসসি এবং এইচএসসি’র ন্যূনতম জিপিএ ৩.৭৫)
বিষয়সমূহ – মোট আসন ৩০০ টি
- ইন্টারন্যাশনাল রিলেশনস
- আইন
- মাস কমিউনিকেশন এন্ড জার্নালিজম
- পিস & কনফ্লিক্ট
মানবন্টন –
- বাংলা ২০
- ইংলিশ ৪০
- সাধারণ জ্ঞান ৪০
- মোট ১০০
সর্বমোট আসন ১৪০০, এই ১৪০০ আসনের মধ্যে তোমায় কিন্তু একটি আসন নিতে হবে।