বিউপি ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩

Bangladesh university of professionals ( বিউপি)।বিউপি বাংলাদেশের বিশেষায়িত পাবলিক বিশ্ববিদ্যালয়।বিউপিতে সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষার সুযোগ আছে। বিউপির এক্সাম হবে ঢাকায় । যদিও বা টানা ২ বার বিভাগীয় শহর গুলোতে হয়েছিলো।

 

 

  • আবেদন শুর – আগামীকাল থেকে।
  • আবেদন শেষ – ১৫ মার্চ ২০২৩ সাল।
  • লিখিত পরীক্ষার জন্য যোগ্য শিক্ষার্থীর তালিকা প্রকাশিত হবে -১৮ মার্চ।
  • এডমিট কার্ড ডাউনলোড – ২১ মার্চ।
  • পরীক্ষা – ২৪ ও ২৫মার্চ।

আবেদন যোগ্যতা FST

  • বিজ্ঞানঃ মোট জিপিএ ৯.২৫ (এসএসসি এবং এইচএসসি’র ন্যূনতম জিপিএ ৪.৫০)

মানবন্টনঃ

  • ম্যাথ/বায়োলজি ২৫ (যেকোনো একটা দাগাতে হবে)
  • ফিজিক্স ২০
  • কেমিস্ট্রি ২০
  • ইংলিশ ১৫
  • মোট ৮০ মার্কস।
  • প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে ।

আসন – ২৫০ টি

  • CSE
  • ICE
  • ENV Science

কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদ (FASS)

  • বিজ্ঞানঃ মোট জিপিএ ৯.০০ (এসএসসি এবং এইচএসসি’র ন্যূনতম জিপিএ ৪.৫০)
  • ব্যবসায় শিক্ষাঃ মোট জিপিএ ৮.৫০ (এসএসসি এবং এইচএসসি’র ন্যূনতম জিপিএ ৪.০০)
  • মানবিকঃ মোট জিপিএ ৮.০০ (এসএসসি এবং এইচএসসি’র ন্যূনতম জিপিএ ৪.০০)

বিষয়সমূহ : আসন মোট ৩৫০ টি

  • ডেভেলপমেন্ট স্টাডিজ
  • ডিজেস্টার এন্ড হিউম্যান সিকিউরিটি
  • ইকোনমিকস
  • ইংলিশ
  • পাবলিক এডমিনিস্টেশন
  • সোশ্যিয়লোজি

মানবন্টন

  • বাংলা ২০
  • ইংরেজী ৪০
  • সাধারণ জ্ঞান ৪০
  • মোট ১০০
  • প্রতিটি ভুল উত্তরের জন্য .২৫ নম্বর কাটা যাবে ।

 

বিজনেস স্টাডিজ অনুষদ (FBS)

  • বিজ্ঞানঃ মোট জিপিএ ৯.০০ (এসএসসি এবং এইচএসসি’র ন্যূনতম জিপিএ ৪.২৫)
  • ব্যবসায় শিক্ষাঃ মোট জিপিএ ৮.৫০ (এসএসসি এবং এইচএসসি’র ন্যূনতম জিপিএ ৪.০০)
  • মানবিকঃ মোট জিপিএ ৮.৫০ (এসএসসি এবং এইচএসসি’র ন্যূনতম জিপিএ ৪.০০)

বিষয়সমূহ – আসন মোট ৫০০ টি

  • বিবিএ – সাধারণ
  • ফিনান্স
  • অ্যাকাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেম
  • মার্কেটিং
  • ম্যানেজমেন্ট

মানবন্টন –

  • ম্যাথ ৩৫
  • ইংলিশ ৩৫
  • সাধারণ জ্ঞান ৩০
  • মোট ১০০
  • প্রতিটি ভুল উত্তরের জন্য .২৫ নম্বর কাটা যাবে ।

সিকিউরিটি এন্ড স্ট্রাটেজিক অনুষদ (FSSS)

  • বিজ্ঞানঃ মোট জিপিএ ৮.৫০ (এসএসসি এবং এইচএসসি’র ন্যূনতম জিপিএ ৪.০০)
  • ব্যবসায় শিক্ষাঃ মোট জিপিএ ৮.২৫ (এসএসসি এবং এইচএসসি’র ন্যূনতম জিপিএ ৩.৭৫)
  • মানবিকঃ মোট জিপিএ ৮.২৫ (এসএসসি এবং এইচএসসি’র ন্যূনতম জিপিএ ৩.৭৫)

বিষয়সমূহ – মোট আসন ৩০০ টি

  • ইন্টারন্যাশনাল রিলেশনস
  • আইন
  • মাস কমিউনিকেশন এন্ড জার্নালিজম
  • পিস & কনফ্লিক্ট

মানবন্টন –

  • বাংলা ২০
  • ইংলিশ ৪০
  • সাধারণ জ্ঞান ৪০
  • মোট ১০০

 

সর্বমোট আসন ১৪০০, এই ১৪০০ আসনের মধ্যে তোমায় কিন্তু একটি আসন নিতে হবে।

About Nazmul Hasan

Hi! I'm Nazmul Hasan. From Koyra, Khulna. I'm Student of Under National University of Govt. B. L. College, Khulna, Department of Political Science....

Check Also

কমিউনিটি হেলথকেয়ার প্রভাইডার নিয়োগ পরীক্ষা - ৭৯৮ পদের পরীক্ষা ১১ নভেম্বর ২০২২

আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ ভর্তি ফলাফল ২০২৪

২০২২-২০২৩ শিক্ষাবর্ষে ডিপ্লোমা ইন মেডিকেল টেকনোলজি এবং ফার্মেসী কোর্সে ভর্তিচ্ছুক শিক্ষার্থীদের লিখিত ও মৌখিক পরীক্ষার …