অনার্স ১২-১৩ শিক্ষাবর্ষের ৪র্থ বর্ষ ফলাফল বিষয়ক জরুরী ঘোষনা

অনার্স ১২-১৩ শিক্ষাবর্ষের ৪র্থ বর্ষ ফলাফল আগামী কয়েকদিনের মধ্যে (সম্ভাব্য আগামী সপ্তাহে) প্রকাশ করা হবে। 

মানসিকভাবে প্রস্তুতি নিন, দেখা হবে বিজয়ে ✌️

তবে যে সব তথ্য অবশ্যই জানা দরকার: ?

☑ (3.00 থেকে 4.00) = 1st Class

(2.25 থেকে 2.99)= 2nd Class

☑ রেজাল্টের পরে কোন বিষয়ে ফেল থাকলে, তা পরে ইম্প্রুভমেন্ট দিয়ে পাশ করতে হবে।

☑ ৪র্থ বর্ষের রেজাল্টে CGPA পাশ রেজাল্ট আসলে এর পরে গ্রেড় বাড়ানোর জন্য আর ইপ্রুভমেন্ট দেয়া যাবে না, শুধু ফেল বিষয়ের জন্য রিটেক দিতে হবে।

☑ রিটেক/ইম্প্রুভমেন্ট দিলে ইরেগুলার হয় না।

☑ ১ম থেকে ৪র্থ বর্ষের সব কোর্সে পাস করতে হবে

☑ শুধু ৪র্থ বর্ষের পাশ করলে GPA পাশ দিবে।

☑ ১ম,২য়,৩য়&৪র্থ সব বিষয়ে পাশ করলেCGPA

☑ ১ম বর্ষ থেকে ৪র্থ বর্ষ পর্যন্ত কোন কোর্সে ফেল থাকলে তখন gpa পাশ আসলেও আর cgpa পাশ আসবে না।

☑ ৪র্থ বর্ষের রেজাল্টের পরেও যদি আগের ১ম/২য়/৩য় বর্ষের কোন বিষয়ে ফেল থকলে তা পুনরায় পরিক্ষা দিবে, পরিক্ষা দিয়ে অবশ্যই পাশ করতে হবে।

☑ ৪র্থ বর্ষের রেজাল্টের পরেও যদি আগের কোন ইম্প্রুভমেন্টের  রেজাল্ট না দিলে তোমার CGPA রেজাল্ট দিবে না, শুধু ৪র্থ বর্ষের gpa রেজাল্ট দিবে। পরে যখন পাশ করবে, তখন পুনরায় CGPA দিবে।

☑ রেজিস্ট্রিশন মেয়াদে অবশ্যই সকল বিষয়ে পাশ করতে হবে, নতুবা অনার্স সনদ পাবে না।

☑ অনার্সে রেজিষ্ট্রিশনের মেয়াদ ৭বছর।

☑ যদি কোর্সে ফেল থাকে সে ক্ষেত্রে রেজাল্ট ২.০০ থাকা সাপেক্ষে ডিগ্রী সনদ দিবে।

☑ অনার্সে সব কোর্সে পাশ না থাকলে মাষ্টার্সে ভর্তি হওয়া যাবে না।

☑ অনার্স পাশ করার পর মাষ্টার্স ১ বছর।

About Jahidul Islam

jahidul Islam palash BBA complete Comilla victory college.

Check Also

জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স সরকারি কলেজের তালিকা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স ভর্তি (নিয়মিত) বিজ্ঞপ্তি ২০২৪

২০১৯-২০২০ শিক্ষাবর্ষে মাস্টার্স (নিয়মিত) ভর্তি কার্যক্রমে অনলাইন প্রাথমিক আবেদনের সময় বৃদ্ধি সম্পর্কিত জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ …