বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের অধীনে “ দেশের ০৮টি মেডিকেল কলেজ হাসপাতাল ক্যাম্পাসে ইনস্টিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন এন্ড অ্যালায়েড সায়েন্সস (ইনমাস) স্থাপন” শীর্ষক প্রকল্পের আওতায় রাজস্বখাতে সৃজিত নিম্ন-বর্ণিত পদসমূহে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে নিয়োগের লক্ষ্যে প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে অনলাইনে (http://baec.teletalk.com.bd) ওয়েব সাইটের মাধ্যমে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। অনলাইন (Online) ব্যতীত কোন আবেদন গ্রহণ করা হবে না ।
প্রতিষ্ঠানঃ বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন
- পদের নামঃ বিভিন্ন পদ
- পদ সংখ্যাঃ ৭২টি
- আবেদন ফীঃ ৬৬৭/-, ৫৫৬/-, ৩৩৪/- এবং ২২৩/- টাকা
- আবেদন শুরুঃ ২০ ফেব্রুয়ারি ২০২৩
- আবেদনের লিংকঃ http://baec.teletalk.com.bd/
- আবেদনের শেষ তারিখঃ ২০ মার্চ ২০২৩
পদের নাম ও পদসংখ্যা
- ১।প্রিন্সিপাল মেডিকেল অফিসার-০২
- ২। সিনিয়র মেডিকেল অফিসার-০৪
- ৩। সিনিয়র সায়েন্টিফিক অফিসার-০৩
- ৪। মেডিকেল অফিসার-১৮
- ৫। সায়েন্টিফিক অফিসার-১৪
- ৬। সাব-এ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার-০৭
- ৭। জুনিয়র এক্সপেরিমেন্টাল-০১
- ৮। সায়েন্টিফিক এ্যাসিস্ট্যান্ট-০৩
- ৯। টেকনিশিয়ান-০২
- ১০। একাউন্টস এ্যাসিসটেন্ট-০২
- ১১। সায়েন্টিফিক এ্যাসিস্ট্যান্ট- ০৫
- ১২। টেকনিশিয়ান-০৫
- ১৩। অফিস এ্যাসিস্টান্ট কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক-০৭
বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩
Online-এ আবেদনপত্র পূরণ সংক্রান্ত নির্দেশাবলী:
ক. আগ্রহী প্রার্থীগণ http://baec.teletalk.com.bd এ ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র পূরণ করতে পারবেন। আবেদনের সময়সীমা
নিম্নরূপ:
(i) Online-এ আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদান শুরুর তারিখ ও সময়: ২০/০২/২০২৩ খ্রি. সকাল-১০:০০টা।
(ii) Online-এ আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়: ২০/০৩/২০২৩ খ্রি., বিকাল ০৫:০০ টা।
উক্ত সময়সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ Online-এ আবেদনপত্র Submit-এর সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘণ্টার মধ্যে এসএমএস-এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন।