২০২১-২০২২ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) / স্নাতক শ্রেণির কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষায় ৭ম অটোমাইগ্রেশন সম্পন্ন করার পর এবং ভর্তি বাতিল করার পর সৃষ্ট শূন্য আসনের জন্য অবশিষ্ট অপেক্ষমান তালিকার প্রার্থীদের মেধাক্রম অনুযায়ী ভর্তি কার্যক্রম সম্পন্নকরণের বিষয়ে প্রার্থী এবং বিশ্ববিদ্যালয়সমূহের করণীয়। ৭ম অটোমাইগ্রেশনের পর শূণ্য আসনের বিপরীতে অপেক্ষমাণ প্রার্থীদের সরাসরি শেকৃবিতে গিয়ে রিপোর্টিংয়ের মাধ্যমে ভর্তির নোটিশ দেওয়া হয়েছে।অপেক্ষমাণ প্রার্থীদের ফোনের মেসেজ+ ওয়েবসাইট চেক করার জন্য বলা হলো।
- ৭ম মাইগ্রেশন+ভর্তি বাতিল সহ এখনো মোট ১৫৭টি সিট ফাকা আছে
- আগামী ১৫-০২-২০২৩ তারিখে ১৫৭ সিটের বিপরীতে মোট ৬২৮ জনকে ডাকা হয়েছে।
- সিট ফাকার লিস্ট (৩য় চিত্র)
- ৪র্থ চিত্রতে লিস্ট দেওয়া আছে।রিপোর্ট করতে হবে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে, সকাল ৯.০০ থেকে ১২.০০টার মধ্যে।
- অন স্ট্যান্ডিং ভর্তির রেজাল্ট দিবে একই তারিখ বেলা ২.০০টার দিকে।
- আর রিপোর্ট করার সময় প্রয়োজনীয় কাগজপত্র এবং প্রয়োজন টাকা পয়সা সাথে নিয়ে যেতে হবে।(চিত্র-২)
কৃষিগুচ্ছ ৭ম অটোমাইগ্রেশন ভর্তি ২০২৩
বি.দ্র. চূড়ান্ত ভর্তির পরে যারা ভর্তি বাতিল করেছিলো তাদের তথ্য এতদিন পর্যন্ত আপডেট হয়েছিলো না বিধায় ৭ম মাইগ্রেশন সেন্ট্রালি হয়েছে।মেধাতালিকার প্রার্থীদের মধ্যে অনেকের সাবজেক্ট/ভার্সিটি(বাকৃবি,শেকৃবি,বশেমুরকৃবি) চেঞ্জ হয়েছে।তাই সবাইকে ওয়েবসাইটে লগইন করে ড্যাশবোর্ড চেক করার জন্য অনুরোধ করা হলো